রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

সংস্কার কমিশনে আলেম প্রতিনিধি রাখার দাবি

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্র পুনর্গঠনের অংশ হিসেবে দেশের প্রতিটি সংস্কার কমিশনে আলেম প্রতিনিধি রাখার দাবি জানিয়েছেন সাধারণ আলেম সমাজের আহ্বায়ক মাওলানা রিদওয়ান হাসান। রাজধানীর কাকরাইল মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ দাবি জানান। তিনি বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ আন্দোলন ও চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে সামনের সারিতে লড়াই করেছে সাধারণ আলেম সমাজ। দেশ সংস্কারের নামে বৈশ্বিক কোনো মতাদর্শ অনুপ্রবিষ্ট না করার আহ্বান জানিয়ে মাওলানা রিদওয়ান হাসান বলেন, জনসাধারণের প্রত্যাশা বাস্তবায়ন না হলে ঘরে ফিরবে না সাধারণ আলেম সমাজ। সভায় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ মাওলানা লিয়াকত আলী, অধ্যাপক ড. গোলাম রাব্বানী, মাওলানা যাইনুল আবিদীন, প্রফেসর মুখতার আহমদ, মুফতি আবদুল্লাহ মাসুম প্রমুখ।

সর্বশেষ খবর