৪ ও ৫ অক্টোবর দেশব্যাপী সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ, সারা দেশে রেশনব্যবস্থা চালু, সিন্ডিকেট ভাঙা, আইনশৃঙ্খলা ফিরিয়ে এনে জনজীবনের শান্তি বিধান, দুর্নীতি-লুটপাট-দখলদারি বন্ধ, পাচারের টাকা ও খেলাপি ঋণ উদ্ধার, সংখ্যানুপাতিক নির্বাচনব্যবস্থা প্রবর্তনসহ নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের আলোচনা শুরু, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং জুলাই-আগস্ট হত্যাকান্ডের বিচারের দাবিতে এ সমাবেশ করবে বাম দলটি।
গত ২৮ সেপ্টেম্বর শেষ হওয়া সিপিবির দুই দিনের জাতীয় পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে গতকাল এক বিবৃতিতে জানানো হয়।
সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বর্তমান পরিস্থিতি ও করণীয় বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন দলটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। শোক প্রস্তাব উত্থাপন করেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য আসলাম খান। সভায় বিভিন্ন জেলা ও শ্রেণিপেশার ৮২ জন প্রতিনিধি বক্তব্য রাখেন। এ সময় প্রেসিডিয়াম সদস্য, সংগঠক, কন্ট্রোল কমিশন ও কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।