সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

৫০০ কোটি টাকার নিচে লেনদেন ঢাকার শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের প্রথম দিনের সূচক বেড়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৫২ শতাংশ প্রতিষ্ঠানের। তারপরও বেড়েছে ডিএসইর প্রধান মূল্যসূচক। তবে বাজারটিতে লেনদেন কমে ৫০০ কোটি টাকার নিচে নেমেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কমেছে লেনদেনের পরিমাণ। দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে ১৫৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২০৫টি প্রতিষ্ঠানের। আর ৩৯টির দাম অপরিবর্তিত রয়েছে। এরপরও ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৪৮১ কোটি ৩১ লাখ টাকা।

সর্বশেষ খবর