বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

সংরক্ষিত বনে সাফারি পার্ক প্রকল্প বাতিলের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

মৌলভীবাজারের লাঠিটিলায় সংরক্ষিত বনে সাফারি পার্ক স্থাপন প্রকল্পের অনুমোদন বাতিলের সুপারিশ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এ বিষয়ে গতকাল পরিকল্পনা কমিশনে পত্র প্রেরণ করা হয়েছে। পরিবেশ মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, মৌলভীবাজার (১ম পর্যায়) প্রকল্পটি একনেক সভায় শর্তসাপেক্ষে অনুমোদিত হয়েছিল। সভায় এ প্রকল্পের বিষয়ে জীববৈচিত্র্যের ওপর প্রভাব নিরূপণে ২১ আগস্ট ২০২৪ তারিখে চার সদস্যের কমিটি গঠন করে মন্ত্রণালয়। কমিটির প্রতিবেদনে জানায়, লাঠিটিলা বন ইন্দো-বার্মা জীববৈচিত্র্য হটস্পটের অংশ এবং এটি একটি হাতি করিডোর। এখানে সাফারি পার্ক নির্মাণ বনাঞ্চলে নেতিবাচক প্রভাব ফেলবে। তাই প্রকল্পটি বাতিলের সুপারিশ করা হয়েছে।

সর্বশেষ খবর