রবিবার, ৬ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

ইসলামিক ফাউন্ডেশনকে দুর্নীতিমুক্ত করার দাবি

নিজস্ব প্রতিবেদক

ইসলামিক ফাউন্ডেশনকে দুর্নীতিমুক্ত করার দাবি জানিয়েছে লেখক-অ্যাক্টিভিস্ট ফোরাম। গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত লেখক সম্মেলন থেকে এ দাবি জানানো হয়। মাসিক মদিনার সম্পাদক আহমদ বদরুদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে বক্তারা বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে প্রতিটি প্রতিষ্ঠানে ভয়াবহভাবে দুর্বৃত্তায়নের ঘটনা ঘটেছে। প্রতিটি প্রতিষ্ঠানকে জনগণের স্বার্থ ও হিতচিন্তার বিরুদ্ধে সক্রিয় করে তোলা হয়। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশও তাদের এই দুর্বৃত্তায়নের অন্যতম শিকার। বিগত ফ্যাসিবাদী সরকারের ভয়ানক অনিয়মের দরুন প্রতিষ্ঠানটি তার ঐতিহ্য ও স্বকীয়তা হারিয়েছে। ইসলামিক ফাউন্ডেশনে বিগত সরকারের ফ্যাসিবাদী অনুচর ও অনিয়মকে নির্মূল করতে হবে এবং ইসলামিক ফাউন্ডেশনকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করতে হবে।

 এতে বক্তব্য রাখেন, শামসুল আরেফিন শক্তি, সালেহ আহমদ ত্বহা, ডা. মেহেদী হাসান, অধ্যাপক সাইফ সিরাজ, মাওলানা মনযূরুল হক, জিয়াউল আশরাফ, আবদুস সাত্তার আইনী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও সম্পাদক নেসারউদ্দিন রুম্মান। সঞ্চালনা করেন কামরুল হাসান নকিব।

সর্বশেষ খবর