রবিবার, ৬ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

বৈষম্যমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনের দাবি

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি ও বৈষম্যমুক্ত কল্যাণকর সমাজ ও রাষ্ট্র গঠনের দাবি জানিয়েছে ইসলামী সমাজ। গতকাল জাতীয় প্রেস ক্লাবে কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় কর্মসূচি ঘোষণার লক্ষ্যে এক মানববন্ধনে সংগঠনের আমির সৈয়দ হুমায়ুন কবীর এ কথা বলেন।

মানববন্ধনে সৈয়দ হুমায়ুন কবীর বলেন, সমাজ ও রাষ্ট্রে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে পারে একমাত্র ইসলাম। তিনি বলেন, দুর্নীতির কারণে সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে দুর্ভোগ ও অশান্তিতে কাল কাটাচ্ছে। সব ধর্মের লোকদের জন্য যার যার ধর্ম পালনের সুযোগ রেখে ইসলামের আইন-বিধান মানুষের জীবনে প্রতিষ্ঠা করবে।

তা হলেই দুর্নীতি ও বৈষম্যমুক্ত কল্যাণকর সমাজ ও রাষ্ট্র গঠিত হবে।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণের সহকারী দায়িত্বশীল আবু জাফর মোহাম্মাদ সালেহ সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার প্রচেষ্টায় শামিল হওয়ার আহ্বান জানিয়ে তিন দফা কর্মসূচি ঘোষণা করেন। উপস্থিত ছিলেন মুহাম্মাদ ইউসুফ আলী মোল্লা, মুহাম্মাদ ইয়াছিন, সোলায়মান কবীর, আমীর হোসাইন, আবু বকর সিদ্দিক, আজমুল হক ও হাফিজুর রহমান প্রমুখ।

সর্বশেষ খবর