বিএনপির ডা. শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট সংশোধনী বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন সচিবালয়। গতকাল ইসি সচিব শফিউল আজিম এ সংক্রান্ত সংশোধনী বিজ্ঞপ্তি জারি করেছে। ৫ সেপ্টেম্বর থেকে সিইসি ও নির্বাচন কমিশনার শূন্য রয়েছে বর্তমান নির্বাচন কমিশন। এমন পরিস্থিতিতে গেজেট প্রকাশ নিয়ে আইন মন্ত্রণালয়ের মতামত নিয়েছে ইসি সচিবালয়। সাধারণত আইন মন্ত্রণালয়ের মন্ত্রী পর্যন্ত অনুমোদন হয়। এখন উপদেষ্টা রয়েছে। সে ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে অনুমোদন হয়। জানতে চাইলে ইসি সচিব শফিউল আজিম বলেন, ‘আমরা আইনগত মতামত নিয়েছি আইন মন্ত্রণালয় থেকে। আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে এ গেজেট করেছি আমরা।
এখন কমিশন নেই, আদালতের নির্দেশের বাধ্যবাধকতা রয়েছে। সে বিবেচনায় আইন মন্ত্রণালয় আইনগত মতামত দিয়েছে, এ ক্ষেত্রে ইসি সচিবালয় গেজেট প্রকাশ করতে পারবে।’ তিনি জানান, আদালতের আদেশ বাস্তবায়নে মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এ গেজেট করা হয়েছে। এখন নিয়মানুযায়ী স্থানীয় সরকার বিভাগ পরবর্তী ব্যবস্থা নেবেন। স্থানীয় সরকার বিভাগ চাইলে শপথ আয়োজনের মাধ্যমে দায়িত্বও দিতে পারেন বা করণীয় বিষয়টি স্থানীয় সরকার বিভাগ দেখবে।