দেশে গুজব ছড়িয়ে পতিত স্বৈরাচারের দোসররা বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গতকাল দুপুরে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি এ অভিযোগ করেন। নজরুল ইসলাম খান বলেন, ষড়যন্ত্রকারীরা থেমে নেই। শেখ হাসিনা পালিয়ে গেলেও দোসররা পালিয়ে যায়নি। নব্বইয়ের ডাকসু ভিপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানের সভাপতিত্বে ও নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলমের পরিচালনায় সভায় নব্বইয়ের সাবেক ছাত্রনেতাদের মধ্যে ড. আসাদুজ্জামান রিপন, সালাহউদ্দিন আহমেদ, হাবিবুর রহমান হাবিব, ফজলুল হক মিলন, খায়রুল কবির খোকন, কামরুজ্জামান রতন, খন্দকার লুৎফর রহমান, আসাদুর রহমান খান আসাদ, মীর সরাফত আলী সপু, আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রাকিব ও শহীদ জেহাদের বড় বোন চামেলী মাহমুদ বক্তব্য রাখেন।
নজরুল ইসলাম খান বলেন, নানা রকম গুজব এবং বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে। আপনাদের হুঁশিয়ার এবং সাবধান থাকতে হবে। কোনো রকমের গুজব ও বিভ্রান্তিতে যেন আমরা পা না দিই।
এদিকে রাজধানীর রাজউক এভিনিউর জেহাদ স্কয়ারে স্মৃতিস্তম্ভে গতকাল সকালে বিএনপির পক্ষ থেকে আমানউল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলমসহ নেতা-কর্মীরা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।