১৬ ডিসেম্বর, ২০১৭ ২৩:৫৩
জেরুজালেম ইস্যুতে জাতিসংঘে বাংলাদেশের অভিমত

যুক্তরাষ্ট্রের ঘোষণায় আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা হুমকির মুখে

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে:

যুক্তরাষ্ট্রের ঘোষণায় আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা হুমকির মুখে

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেছেন, 'জেরুজালেমকে ইসরাইলের রাজধানী এবং তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তর সংক্রান্ত যুক্তরাষ্টের সাম্প্রতিক ঘোষণায় আমরা সংশয় প্রকাশ করছি। এর ফলে মুসলিম বিশ্বে আরও বিক্ষোভের আগুন জ্বলতে পারে। সংঘাতপূর্ণ মধ্যপ্রাচ্যে নতুনভাবে উত্তেজনা, শত্রুতা ও সহিংস চরমপন্থার সৃষ্টি হতে পারে। যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতি ও হুমকি ডেকে আনতে পারে’।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার ‘ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার রক্ষা’ সংক্রান্ত কমিটিতে বক্তব্য প্রদানকালে রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন গভীর উদ্বেগ প্রকাশ করে আরও বলেন, “এর ফলে পবিত্র নগরী পূর্ব জেরুজালেম ইসরাইলের দখলে চলে যাবে, যা এর ঐতিহাসিক ও আইনগত মর্যাদা, জ্যামিতিক কাঠামো এবং পূর্ব জেরুজালেমকে ঘিরে আবহমান আরব-ইসলামিক পরম্পরার পরিবর্তন ঘটাতে পারে”।

রাষ্ট্রদূত মাসুদ ১৯৬৭ সালে নির্ধারিত সীমানার ভিত্তিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, “পূর্ব জেরুজালেম সংক্রান্ত জাতিসংঘ রেজুলেশন অনুযায়ী এর আইনগত মর্যাদা সংরক্ষণ করার উপর বাংলাদেশ বিশেষভাবে জোর দিচ্ছে”।

ফিলিস্তিনি সমস্যা সমাধানে ‘মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া’র মাধ্যমে ‘দুই-রাষ্ট্র সমাধান কাঠামো’তে পৌঁছানোর লক্ষে বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি রাষ্ট্রদূত মাসুদ আহ্বান জানান, যার মাধ্যমেই কেবল এই অঞ্চলের স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা রক্ষা হতে পারে।

সঙ্কটময় এই পরিস্থিতিতে, তুরস্কের ইস্তাম্বুলে গত ১৩ ডিসেম্বর ফিলিস্তিনি জনগণের প্রতি একাত্মতা ঘোষণার জন্য আহুত ওআইসি’র বিশেষ সম্মেলনে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এর যোগদান ও বাংলাদেশের ভূমিকার কথা স্থায়ী প্রতিনিধি এ সভায় বিস্তারিতভাবে উপস্থাপন করেন। 

সেনেগালের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ফোডি সিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্রদূত রিয়াদ এইচ মানসুর। তিনি বলেন, ‘জেরুজালেমের মর্যাদার প্রশ্নে যুক্তরাষ্ট্রের এই একতরফা, দায়িত্বজ্ঞানহীন ও রূঢ় সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।’

জাতিসংঘের যে সকল সদস্যরাষ্ট্র মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়াকে সমর্থন এবং যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে নিন্দা জানিয়েছে, বিশেষ করে নিরাপত্তা পরিষদে এতদবিষয়ে ভূমিকা রেখেছে তাদের এ সকল কূটনৈতিক প্রচেষ্টাকে রাষ্ট্রদূত মানসুর সাধুবাদ জানান।

তুরস্কের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ফেরিদূন হাদি সিনিরলিওগু তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েফ এরদোয়ান আয়োজিত ইস্তাম্বুলের বিশেষ ওআইসি সামিটের সংক্ষিপ্তসার এ সভায় উপস্থাপন করেন।

বিডিপ্রতিদিন/ ১৬ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর