১৩ এপ্রিল, ২০২০ ০৭:৫৯

এইসব চোররা আকাশ থেকে পড়েনি, এদের আপনি চেনেন আমি চিনি

অধ্যাপক আলী রিয়াজ

এইসব চোররা আকাশ থেকে পড়েনি, এদের আপনি চেনেন আমি চিনি

অধ্যাপক আলী রিয়াজ

ছোট ছোট চোরদের কেউ কেউ ধরা পড়ছে। ভয়াবহ দুঃসময়ে অসহায়ের মুখের গ্রাস চুরি করা এইসব চোররা আকাশ থেকে পড়েনি, এইসব লোকেরা নামহীনগোত্রহীন নয়; এদের আপনি চেনেন আমি চিনি। এরা কিভাবে এই অবস্থানে এসেছে। কি পরিচয়ের জোরে তারা এই ত্রাণ কিংবা উপহার লুট করার অধিকার পেয়েছে তাও আমাদের অজ্ঞাত নয়।

আজকে যারা এই ত্রাণের জন্য দাঁড়িয়েছে এটি আসলে তার সম্পদ - নিজের সম্পদ, নিজের শ্রমের ফসল তাকে চাইতে হচ্ছে মানবিক মর্যাদা বিসর্জন দিয়ে। ক্ষমতাসীন দলের অংশ না হলে এই লুটেরারা আজকে মানুষের মুখের গ্রাস কেড়ে নিতে পারতোনা। জবাবদিহিহীন শাসন তৈরী না হলে, অস্বচ্ছ ব্যবস্থার জয়জয়কার না হলে, বিচারহীনতার সংস্কৃতিকে প্রতিষ্ঠিত না করলে, ক্ষমতাসীনদের দায়মুক্তির এই পদ্ধতি না থাকলে এরা টিকে থাকতো না। কিন্তু সেই ব্যবস্থা তো কেবল এইসব ছোট লুটেরা তৈরী করেনি, এই সব ব্যক্তি যে আগামীকালই আবার ফিরে আসবেনা তার নিশ্চয়তা কোথায়? গুটি কয় ছোট চোর আটক হয়েছে, তাদের বিরুদ্ধে কথা বলছি, কিন্তু এর চেয়েও বড় জিনিস লুটের সময় যে মৌণতা তার পরিণতি হচ্ছে এই অবস্থা। বড় লুটেরারা ব্যাঙ্ক লুট করেছে, উন্নয়নের নামে সম্পদ লুট হচ্ছে, প্রকৃতিকে লুটেরাদের হাতে তুলে দেয়া হয়েছে - কিন্তু আপনার অধিকার যে লুট হয়ে গেছে তার কথা না বলে কেবল ছোট চোরদের আটক নিয়ে আত্মতৃপ্তি পেতে পারেন কিন্তু এই চুরি ঠেকাতে পারবেন না। এরচেয়েও বড় চুরির আয়োজন ঠেকানোর তো প্রশ্নই ওঠেনা।

লেখক: ডিস্টিংগুইশড প্রফেসর, ইলিনয় স্টেট ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর