২১ এপ্রিল, ২০২০ ১৯:১৫

এ যাত্রায় বেঁচে গেলে...

সোহেল সানি

এ যাত্রায় বেঁচে গেলে...

সোহেল সানি

এ যাত্রায় বেঁচে গেলে, বাঁচার মতো বাঁচবো,

সবাইকে জড়িয়ে অঝোর ধারায় কাঁদবো।
এ যাত্রায় রেহাই পেলে, সবার কথা ভাববো।

যার যেখানে অংশ আছে হিসেবগুলো চুকিয়ে দেবো, পাশের বাড়ির মানুষগুলো দু'মুঠো খেলো কিনা-খবর নেবো।

এ যাত্রায় মরণব্যাধি করোনার হাত হতে যদি বেঁচে যাই- নিজের মতো অন্যদেরও বাঁচতে দেবো।

ঘর থেকে বেড়িয়ে এবার নদীর কাছে ক্ষমা চাবো,
বন-পাহাড় আর সাগরদেশে বিনয় হেসে নত হবো।
এ যাত্রায় বেঁচে গেলে আমি ঋণ না হয়ে শোধ হবো।

আর হবো না অহংকারী, আর হবো না রাশভারী,
থামিয়ে দেব লোভ-লালসার রাহাজানি, ধর্ম নিয়ে মহাজনী।

এ যাত্রায় বেঁচে গেলে
পবিত্র প্রাণের ইবাদত হবো, আল্লাহর নামে এগিয়ে যাবো।

এ যাত্রায় বেঁচে এবার বর্তে গেলে, মানুষের তরে মানুষ হবো।

ফুচকা খাবো, সুখদুঃখের গল্প করে -
বন্ধুদের নিয়ে আড্ডা দেবো।

এ যাত্রায় বেঁচে যদি যাই,
দুর্বলের কাছে আর যম হবো না,
হরিণ ঘাতক তীর হবো না,
অসৎ পথের ভিড় হবো না।

সত্যি যদি রেহাই পেয়ে বেঁচে যাই-
যত অন্যায় পুষিয়ে দেবো, যত হিংসা মিটিয়ে দেবো।

এবার বাড়ি ফিরতে পারলে
মায়ের শাড়ির আঁচল হবো, বউ এর চোখের কাজল হবো, সন্তানের কাছে ঘোড়া হবো।

আর যদি মরে পাড়িজমাই, একাকী অন্ধকারের দেশে- অন্তত দূর আকাশের চাঁদটি হবো,
যতটুকু পারি আলো ছড়াবো।

লেখক : সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর