১ মে, ২০২০ ০৪:৫৯

অহংকার কখনো স্পর্শ করতে পারেনি নাসিম ভাইকে

হাফিজুর রহমান ভূইয়া সজীব

অহংকার কখনো স্পর্শ করতে পারেনি নাসিম ভাইকে

আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম

প্রচণ্ড আত্মমর্যাদাসম্পন্ন চরিত্রের আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ভাইকে দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করে দেখেছি, ক্ষমতার অহংকার কখনো তাকে স্পর্শ করতে পারেনি। কিন্তু উৎসবের নিয়ন আলো আর উচ্চস্বরে চলতে থাকা গানের মূর্চ্ছনায় চাপা পড়ে যাওয়া ক্ষুধার্ত মানুষের কান্নার শব্দ তাকে স্পর্শ করে ভীষণভাবে।

নিজে কখনো অভাবের সম্মুখীন না হলেও, সহায়হীন-ভয়ার্ত মানুষের চোখ কেমন হতে পারে তা গভীরভাবে উপলব্ধি করতে পারেন।

সমাজের যে কোনো শ্রেণি-পেশার মানুষের বিপদে-আপদে সাহায্য-সহযোগিতা করা তার চরিত্রের একটা স্বাভাবিক বৈশিষ্ট্য। ইতোমধ্যেই ফেনী জেলার ৬টি উপজেলায় লকডাউনের জেরে কর্মহীন মানুষের মাঝে একযোগে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন, প্রতিনিয়ত কর্মহীন মানুষের খোঁজ খবর নিচ্ছেন এবং ঘোষণা দিয়েছেন যতদিন লকডাউন থাকবে ততদিনই খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।

নতুন করে তিন কোটি টাকা ব্যয়ে আবার উদ্যোগ নিয়েছেন দ্রুত সময়ে ফেনি ডায়াবেটিস হাসপাতালে পাঁচ বেডের আইসিইউ বসানোর। যাতে করোনা আক্রান্ত কোন রোগীর ঢাকা কিংবা চট্টগ্রামে যাওয়া না লাগে।

আবারও প্রমাণ করলেন, বঙ্গবন্ধু এবং নেত্রীর কর্মী হিসেবে দায়িত্ব পালন করতে কোন পদ-পদবির দরকার হয় না।

বঙ্গবন্ধু শেখ মুজিব আর নেত্রী শেখ হাসিনার পদবি বিহীন লাখ লাখ সত্যিকারের কর্মীর অনুপ্রেরণা আপনি, আপনাকে সালাম জানাই।

লেখক: সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ।

 

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর