৭ অক্টোবর, ২০২০ ১৮:২৩

''কেমন ধরাটা খাইলাম, দেশটাই প্রতারকদের কবলে''

পীর হাবিবুর রহমান

''কেমন ধরাটা খাইলাম, দেশটাই প্রতারকদের কবলে''

সিলেট জাসদের নেতা লোকমান ভাই একবার মেসেঞ্জারে বিকাশ নাম্বার দিয়ে একজনকে দুই হাজার টাকা দিতে বললে সাথে সাথে পাঠিয়ে দিলাম। আপন বড় ভাইর মতোন লোকমান ভাই কখনো চাননি। কিছু সময় পর মিসবাহ বললো তার কাছেও ২ হাজার চেয়েছেন। সাথে সাথে চমকে ওঠি। না লোকমান ভাই নয়, তার আইডি হ্যাক করে চাঁদাবাজি প্রতারণা শুরু।

মিসবাহর ছোটবেলার বন্ধু আমাদের পরিবারের সদস্য সুকোমল এখন কানাডায় থাকে। প্রায় কথা হয়। হঠাৎ আজ মেসেঞ্জারে বললো একটা উপকার করবেন?

বলো, কি করতে হবে?

একজনকে কিছু টাকা দিতে হবে।

কত? ব্যাংক একাউন্ট দাও।
ব্যাংকে না, বিকাশ নম্বরে এখনই ১০,২০০ টাকা দিতে হবে। জরুরি এখনই।

সুকোমল কখনো বলেনি এমন কিন্তু জানি সে অনেককে সাহায্য করে।

অফিসে এসেই টাকাটা পাঠিয়ে দেই।

আবার বলে আরও ১০ হাজার ২০০টাকা দেন, বলছে জরুরি।

পাঠাচ্ছি বলে অফিসে হঠাৎ ফেসবুকের দিকে নজর গেল। সুকোমলের আইডি হ্যাক করে সিলেটের এক প্রতারক টাকা চাচ্ছে সবার কাছে!

ছাত্রজীবনে একবার জামালপুর রেলস্টেশনে ট্রেনে পকেটমারের পর ওই রাস্তায় আর বন্ধুদের পাল্লায় পড়ে আসিনি। আরেকবার ধানমন্ডির বাসায় থাকতে এক প্রতারক সন্তান নিয়ে বলেছিলো বাড়ি যাবার টাকা নেই, নাইট কোচে সব চুরি হয়ে গেছে। তিনশো টাকা দেই অমুর পাল্লায় পড়ে। সেই পথেও আর ধরা খাইনি।

এভাবে ফেসবুক প্রতারণা? আর না। কেউ চাইলেই ফোন। তারপর সিদ্ধান্ত। কেমন ধরাটা খাইলাম। দেশটাই প্রতারকদের কবলে।

লেখক: বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর