২৫ মার্চ, ২০২১ ১১:১৭

নতুন অধ্যায়ের সূচনা করতে পারে মোদির সফর

অনলাইন ডেস্ক

নতুন অধ্যায়ের সূচনা করতে পারে মোদির সফর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর আঞ্চলিক রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে বলে মনে করেন একটিভিস্ট আমজাদ আইয়ুব মির্জা। তিনি বলেন, এই সফর প্রতিবেশী দেশগুলোর মধ্যে একটি অপরাজেয় অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তুলতে পারে।

আগামী ২৬ মার্চ বাংলাদেশ সফর করবেন নরেন্দ্র মোদি। করোনার কারণে গত ১৫ মাস মোদি অন্য কোনো দেশ সফর করেননি।  

 

আরও পড়ুন : ভারতের কেউ বাংলায় বহিরাগত নয়: মোদি

 

আমজাদ আইয়ুব মির্জা বলেন, ২৬ মার্চ প্রধানমন্ত্রী মোদির ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বাংলাদেশ সফর উভয় দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক দৃঢ় করবে।

দুই দিনের বাংলাদেশ সফরে মোদি গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর তিনি জেলার ওড়াকান্দিতে মতুয়া সম্প্রদায়ের মন্দির পরিদর্শন করবেন।


বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর