৫ জুলাই, ২০২১ ২২:৪৫

আমরা এক বোধহীন স্বাস্থ্যমন্ত্রী পেয়েছিলাম

পীর হাবিবুর রহমান

আমরা এক বোধহীন স্বাস্থ্যমন্ত্রী পেয়েছিলাম

পীর হাবিবুর রহমান

আজ ২৪ ঘণ্টায় করোনায় ১৬৪ জনের প্রাণহানী ঘঠেছে। কি চরম দুঃসংবাদ। কি উৎকণ্ঠা ও আতঙ্কের যে ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়েছে দেশে। সংক্রমণের সংখ্যা বাড়ছে। আইসিইউ ও বেড মিলছে না হাসপাতালগুলিতে। অক্সিজেনের জন্য হাহাকার।

আমরা এক বোধহীন স্বাস্থ্যমন্ত্রী পেয়েছিলাম। এত ব্যর্থতার পরেও তাকে সরিয়ে গতিশীল কাউকে আনা গেলো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বছর আগেই জেলা সদর হাসপাতালে আইসিইউ বেড, অক্সিজেনের ব্যবস্থা নিশ্চিত করতে বলেছিলেন। করা হয়নি। যা হয়েছে অপ্রতুল। এমন কি বাজেটে যে বরাদ্দ দেয়া হয়েছিলো সেটিও খরচ করতে পারেননি। আল্লাহ জানেন কি ভয়ংকর পরিণতি আমাদের সামনে। ফেসবুক খুললেই কেবল মৃত্যুর সংবাদ। মানুষকেও সতর্ক সচেতন হওয়া বড় বেশি জরুরি। করোনার টেস্ট করাতে হবে, টিকা নিতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অনেকে উপসর্গ নিয়েও টেস্ট করাচ্ছেন না, এতে নিজেও ঝুঁকিতে, সংক্রমিতও করছেন চারপাশে। বাড়ছে শনাক্তের হার। বাড়ছে মৃত্যুর মিছিল।

লেখক: নির্বাহী সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন

বিডি প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর