১৫ জুলাই, ২০২৪ ১২:০৮

যে শুয়ে থাকে তার ভাগ্যও শুয়ে থাকে

সালমা ফাইয়াজ

যে শুয়ে থাকে তার ভাগ্যও শুয়ে থাকে

সালমা ফাইয়াজ

যে শুয়ে থাকে তার ভাগ্যও শুয়ে থাকে, তারপর এক সময় ঘুমিয়ে পড়ে। আর ভাগ্য বড় ঘুম কাতুরে। বাসে বসে লোকে ঢুলতে থাকে। আর বিছানা পেলে তো কথাই নেই। তারা মনে করে, ভালো বিছানা মানেই ভালো ভাগ্য। একবার ঘুমিয়ে নেই। খারাপ ছাত্ররা ঘুমায় ‌‘কিছু হল না’ মনে করে। আর ভালো ছাত্ররা ঘুমায় ‌‘অনেক হয়েছে’ মনে করে।

কিন্তু সফল হয় তারাই, সংকল্প যাদের রাতের ঘুম কেড়ে নেয়। যারা কখন ঘুমাবে, তার চেয়ে বেশি ভাবে কখন ঘুম থেকে উঠবে। কাজকে যারা বিশ্রামে পরিণত করতে জানে। স্ট্রেস তাদের কাছে কর্মশক্তি বাড়াবার মোটিভেশন। কর্মই তাদের কাছে সাফল্যের দেবতার পূজা। work is worship।

মানুষ কাজ চায়। রাষ্ট্র যদি যুবশক্তিকে শুভকর্ম পথে পরিচালিত না করতে পারে, তাহলে কর্মপ্রাণচঞ্চল যুবশক্তি অপকর্মকেই কর্ম এবং বিনাশকেই ধর্ম বলে গ্রহণ করবে। রসাতলের পথ সর্বদাই উত্তরণের পথের চেয়ে মসৃণ।

লেখক: বিশ্লেষক ও সমাজকর্মী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর