মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪ ০০:০০ টা

সন্ত্রাসীদের উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুকন্যাকে হত্যা করা

দীর্ঘদিনের অর্জন মেট্রোরেল এলিভেটেড এক্সপ্রেসওয়েকে টার্গেট করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

সন্ত্রাসীদের উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুকন্যাকে হত্যা করা

এস এম মান্নান কচি সভাপতি, বিজিএমইএ

তৈরি পোশাক খাতের সংগঠন বিজিএমইএ সভাপতি এস এম মান্নান কচি বলেছেন, ছাত্র আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে স্বাধীনতাবিরোধী অশুভ চক্র সারা দেশের সন্ত্রাসীদের ঢাকায় এনে ধ্বংসলীলা চালিয়েছে। তাদের উদ্দেশ্য ছিল এ দেশের সম্পদ ধ্বংস করা ও বঙ্গবন্ধুকন্যাকে হত্যা করা। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতাদের বৈঠকে তিনি এসব কথা বলেন।

এস এম মান্নান বলেন, আমাদের দীর্ঘদিনের অর্জন মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়েকে টার্গেট করা হয়েছে। স্বাধীন বাংলাদেশে রাষ্ট্রীয় সম্পদে এভাবে ধ্বংসযজ্ঞ চালানো মেনে নেওয়ার মতো নয়।

বিজিএমইএ সভাপতি বলেন, করোনা মহামারিসহ বিভিন্ন দুঃসময়ে প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের পাশে ছিলেন। এর ফলে বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশের কাতারে এসেছে এবং ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। এজন্য আমরা ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীর পাশে আছি ও ভবিষ্যতেও থাকব।

তিনি আরও বলেন, দেশের একটি বিশেষ পরিস্থিতিতে আমরা এখানে একসঙ্গে বসেছি। ছাত্র আন্দোলনের প্রতি আমাদের আন্তরিকতা ছিল। প্রধানমন্ত্রী ও সরকারের আন্তরিকতার কারণে কোটা ইস্যুর নিষ্পত্তি হয়েছে। ছাত্র সমাজও এ রায়কে স্বাগত জানিয়েছে।

 

 

সর্বশেষ খবর