মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪ ০০:০০ টা

ফ্যাক্টরি খোলার সুযোগ দিন

ফ্যাক্টরির ভিতরে থাকা নিরাপদ। দ্বিতীয়ত আমাদের ইন্টারনেট সংযোগ বন্ধ থাকার কারণে আমদানি-রপ্তানি সব কার্যক্রম বন্ধ রয়েছে

নিজস্ব প্রতিবেদক

ফ্যাক্টরি খোলার সুযোগ দিন

মোহাম্মদ হাতেম, নির্বাহী সভাপতি, বিকেএমইএ

নিট পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সরকারের কাছে দুটি অনুরোধ তুলে ধরেছেন। তিনি বলেন, প্রথমত আমাদের ফ্যাক্টরিগুলো যদি চালু রাখতে পারি, তাহলে শ্রমিকরা একটি সুশৃঙ্খল পরিবেশে ফ্যাক্টরির ভিতরে থাকবে। তারা যদি ফ্যাক্টরির বাইরে থাকে তাহলে বিভিন্নজন তাদের ব্যবহার করতে পারে। সুতরাং আমরা মনে করি, ফ্যাক্টরির ভিতরে থাকা নিরাপদ। দ্বিতীয়ত আমাদের ইন্টারনেট সংযোগ বন্ধ থাকার কারণে আমদানি-রপ্তানি সব কার্যক্রম বন্ধ রয়েছে। আমাদের সবকিছু ডিজিটালাইজড। আমরা পণ্য রেডি করি, পরে বায়ারকে ইনভাইট দিতে হয়-সবকিছুই অনলাইনে করতে হয়। আমরা অনুরোধ করব, স্বল্পপরিসরে হলেও অন্তত ইন্টারনেট সুবিধা যেন চালু করা হয়। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ীদের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

চলমান সংকটে ব্যবসায়ীদের ডাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিকেএমইএ’র নির্বাহী সভাপতি আরও বলেন, জাতির একটা সংকটকালে প্রধানমন্ত্রী আমাদের যে ডেকেছেন, আমাদের অবস্থান ব্যাখ্যা করার সুযোগ দিয়েছেন সেজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা স্মরণ করছি, কভিড মহামারির সময় আপনি যেভাবে এ দেশের ব্যবসায়ী সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য সহযোগিতা করেছিলেন, আমরা কিন্তু ঘুরে দাঁড়িয়েছিলাম। বর্তমান পরিস্থিতিতে ব্যবসাবাণিজ্য, আমদানি-রপ্তানিতে সারা বিশ্বে যে সংকট চলছে এ রকম একটা সংকটকালে আবার এ ধরনের সিচুয়েশন আমরা কিন্তু আশা করিনি। এই যে তান্ডব গত কয়েক দিন দেখলাম! আমরা আশা করব, সরকারের গোয়েন্দা সংস্থা এবং গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা আছেন এ বিষয়গুলো নিশ্চয় উদ্ঘাটন করবেন। দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আমরা সরকারের পাশে সব সময় ছিলাম, এখনো আছি। ভবিষ্যতেও থাকব। ব্যবসায়ী সমাজ সব সময় আপনার পাশে ছিল এবং আমরা থাকব।

 

 

 

সর্বশেষ খবর