বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

স্বস্তি নাগরিক জীবনে

জয়শ্রী ভাদুড়ী

বহুল প্রতীক্ষিত ঢাকার প্রথম মেট্রোরেল আজ উদ্বোধন করা হবে। শুরুতে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রোরেল। পৌনে ১২ কিলোমিটারের এ পথ পাড়ি দিতে মেট্রোরেলের লাগবে ১০ মিনিট ১০ সেকেন্ড। যানজটের রাজধানীতে নাগরিক জীবনে স্বস্তি আনবে মেট্রোরেল।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, শুরুতে মেট্রোরেল চলবে দিনে চার ঘণ্টা। সকাল ৮ থেকে দুপুর ১২টা পর্যন্ত। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলার সময় ট্রেন মাঝপথে কোথাও থামবে না। শুরুতে উত্তরা ও আগারগাঁও স্টেশন থেকে টিকিট (কার্ড) কাটা যাবে। এ পথের ভাড়া ৬০ টাকা। প্রথম দিকে স্টেশনে দুই ধরনের কার্ড পাওয়া যাবে। স্থায়ী ও এক যাত্রার (সিঙ্গেল জার্নি) কার্ড। স্থায়ী কার্ড পেতে নিবন্ধন করতে হবে। বৃহস্পতিবার ডিএমটিসিএলের ওয়েবসাইটে নিবন্ধনের লিঙ্ক দেওয়া হবে। এদিন থেকে নিবন্ধন করা যাবে। নিবন্ধন করতে নিজের নাম, মাতা-পিতার নাম, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা পাসপোর্ট নম্বর, মুঠোফোন নম্বর, ইমেইল আইডি লাগবে। এক যাত্রার (সিঙ্গেল জার্নি) কার্ডের জন্য নিবন্ধনের প্রয়োজন হবে না। স্টেশন থেকে এ কার্ড কিনে যাত্রা করা যাবে। ট্রেন থেকে নামার সময় কার্ড রেখে দেওয়া হবে। স্টেশনের টিকিট অফিস মেশিন (টিওএম) থেকে বিক্রয়কর্মীর সহায়তায় কার্ড কেনা যাবে। এ ছাড়া ভেন্ডিং মেশিন থেকে যাত্রী নিজেই স্বয়ংক্রিয় পদ্ধতিতে কার্ড সংগ্রহ করতে পারবেন। সরকার মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করেছে ২০ টাকা। এরপর প্রতি দুই স্টেশন পর ১০ টাকা ভাড়া যোগ হবে।

আগারগাঁওয়ে সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন মিনহাজুল ইসলাম। তিনি বলেন, ‘মেট্রোরেল চালুর অপেক্ষায় ছিলাম। উত্তরা থেকে প্রতিদিন আগারগাঁওয়ে আসার ঝক্কি পাড়ি দিতাম আর ভাবতাম মেট্রোরেল চালু হলে যানজটের এ অশান্তি থেকে মুক্তি মিলবে। আমার প্রতিদিনের জীবন মেট্রোরেলের কল্যাণে সহজ হবে বলে প্রত্যাশা করছি।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর