সোমবার, ১ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

শহর থেকে গ্রাম সর্বত্র যমুনার পণ্য

হাসান ইমন

শহর থেকে গ্রাম সর্বত্র যমুনার পণ্য

যমুনা ইলেকট্রনিক্স কাক্সিক্ষত লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। আগেই বলেছি সময়ের পথপরিক্রমায় মানুষের চাহিদা ও জীবনযাপন পরিবর্তনের ফলে দিন দিন এসব পণ্যের চাহিদা বাড়ছে।  যমুনা দেশের প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকদের মানসম্মত পণ্যটি তুলে দিতে বদ্ধপরিকর...

 

প্রশ্ন : আপনার প্রতিষ্ঠানের যাত্রা শুরুর গল্পটা কেমন ছিল?

দেশের মানুষকে সাশ্রয়ী মূল্যে সর্বোৎকৃষ্ট পণ্যটি তুলে দেওয়ার নিমিত্তেই ১৯৭৮ সালে গাজীপুরে নিজস্ব কারখানায় যমুনা ফ্যান উৎপাদনের মাধ্যমে ইলেকট্রনিক্স শিল্প খাতে যমুনার যাত্রা শুরু হয়। উৎপাদন শুরুর প্রথম দিন থেকেই উন্নত কাঁচামাল, সর্বাধুনিক প্রযুক্তি আর দক্ষ জনবলের মাধ্যমে যমুনার পণ্য তৈরি হচ্ছে। 

প্রশ্ন : কবে থেকে উৎপাদন ও বিক্রি শুরু করেছেন?

ক্রয়ক্ষমতার মধ্যে গ্রাহকের কাছে সেরা পণ্যটি পৌঁছে দিতে ২০১৪ সালে ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স পণ্য উৎপাদন ও বিপণন শুরু করে। আধুনিক যন্ত্রপাতি, অত্যাধুনিক প্রযুক্তি, উন্নত কাঁচামাল ও প্রতিনিয়ত উদ্ভাবনী উৎকর্ষ সাধনের ফলে যমুনা আজ দেশের ১ নম্বর কোয়ালিটি ইলেকট্রনিক্স ব্র্যান্ড।

প্রশ্ন : আপনারা কী কী পণ্য তৈরি করেন? সে সম্পর্কে কিছু বলুন।

আমাদের উৎপাদিত ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্সের মধ্যে রেফ্রিজারেটর, ফ্রিজার, স্মার্ট টিভি, এসি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, রাইস কুকার, ব্লেন্ডার, গ্রাইন্ডার, ইলেকট্রিক কেটলি, আয়রন, গ্যাসস্টোভসহ অন্যান্য স্মল অ্যাপ্লায়েন্সেস।

প্রশ্ন : বছরের কোন সময়ে পণ্য বিক্রি বেশি হয়?

ঈদ কেন্দ্র করে সাধারণত চাঙা হয়ে ওঠে দেশের ইলেকট্রনিক্স পণ্যের বাজার। ফলে পণ্যের চাহিদা ও বিক্রি ব্যাপকভাবে বৃদ্ধি পায়। ঈদে গ্রাইন্ডার, ব্লেন্ডার, রাইস কুকার, মাইক্রোওয়েভ ওভেনসহ নানাবিধ হোম অ্যাপ্লায়েন্সের চাহিদা বাড়ে। একই সঙ্গে ফ্রিজ, টিভি, এসিসহ ইলেকট্রনিক্স পণ্যের চাহিদা এ সময়ে বৃদ্ধি পায়। ফলে প্রতিষ্ঠানগুলো নানারকম অফার আর বিক্রয় কৌশল অবলম্বন করে ক্রেতাদের আকৃষ্ট করে।

প্রশ্ন : এ খাতের উন্নয়নে কী কী সমস্যা রয়েছে? সরকারের কী ধরনের নীতিসহায়তা দরকার?

একসময়ের আমদানিনির্ভর এ শিল্প বর্তমানে অর্থনীতিতে বিরাট অবদান রাখছে। স্থানীয় শিল্প কর, ভ্যাট, কাস্টমস শুল্কের বিদ্যমান ব্যবস্থাপনা এ শিল্পের অগ্রগতিকে কিছুটা শ্লথ করেছে। আমরা আশা করব সরকারি নীতিসহায়তা এ শিল্পের অগ্রগতিকে আরও বেগবান করবে।

প্রশ্ন : ক্রেতার রুচি-পছন্দের সঙ্গে ফ্রিজ উৎপাদনকারীদের কীভাবে তাল মেলানো দরকার?

রেফ্রিজারেটর বর্তমানে আমাদের যাপিত জীবনের খুবই গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। গত এক দশকেরও বেশি সময় ধরে ৮০ শতাংশের বেশি মার্কেট শেয়ার দেশীয় কোম্পানিগুলোর। রেফ্রিজারেটর বাজারে নেতৃত্ব দেওয়া দেশীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে যমুনা ইলেকট্রনিক্স শীর্ষস্থান দখল করে আছে। ক্রেতাদের ক্রয়ক্ষমতা বিবেচনায় যমুনা রেফ্রিজারেটর বিভিন্ন ডিজাইন, সাইজ, ধারণ ক্ষমতা ও দামে পাওয়া যাচ্ছে। নিত্যনতুন প্রযুক্তির ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজির স্মার্ট ডাবল ডোর, টি-ডোর, ক্রস ডোর রেফ্রিজারেটর বাজারে ব্যাপক সাড়া ফেলেছে।

প্রশ্ন : আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী?

যমুনা ইলেকট্রনিক্স কাক্সিক্ষত লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। আগেই বলেছি সময়ের পথপরিক্রমায় মানুষের চাহিদা ও জীবনযাপন পরিবর্তনের ফলে দিন দিন এসব পণ্যের চাহিদা বাড়ছে। যমুনা দেশের প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকদের মানসম্মত পণ্যটি তুলে দিতে বদ্ধপরিকর।

সর্বশেষ খবর