বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪ ০০:০০ টা

সিটি ব্যাংক নিয়ে এলো ওয়্যারেবল পেমেন্ট সল্যুশন সিটিগো

নিজস্ব প্রতিবেদক

সিটি ব্যাংক নিয়ে এলো ওয়্যারেবল পেমেন্ট সল্যুশন সিটিগো

ক্যাশলেস পেমেন্টে আরও এক ধাপ এগিয়ে গেল বেসরকারি খাতের সিটি ব্যাংক পিএলসি। চালু  করেছে নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) ওয়্যারেবল পেমেন্ট সল্যুশন সিটিগো। সিটি ব্যাংকের কারেন্ট ও সেভিংস অ্যাকাউন্টধারীদের পাশাপাশি ভিসা প্লাটিনাম ক্রেডিট কার্ড গ্রাহকরা সিটিগো পেমেন্ট ডিভাইস নিতে পারবেন। সিটিগো ডিভাইস দিয়ে ৫ হাজারের নিচে যে কোনো পরিমাণ অর্থের পেমেন্ট করতে পিন কোড দেওয়ার প্রয়োজন হবে না। শুধু ভিসা অ্যাকসেপটেড পয়েন্ট অব সেল (পিওএস) মেশিনে ডিভাইস ট্যাপ করে পেমেন্ট করতে পারবেন গ্রাহকরা। পাশাপাশি এ ডিভাইস দিয়ে বিদেশে পেমেন্ট করারও সুবিধা উপভোগ করা যাবে। তবে বিদেশে ব্যবহারের জন্য গ্রাহকের পাসপোর্ট এন্ডোর্স করে নিতে হবে। এ ছাড়া চিপ হোল্ডারে থাকা তথ্যের মাধ্যমে গ্রাহকরা দেশে এবং বিদেশে ই-কমার্সে লেনদেন করতে পারবেন। সিটি ব্যাংক জানিয়েছে, সিটিটাচে বিদ্যমান ক্রেডিট ও ডেবিট কার্ডের সব ধরনের ফিচার সিটিগোতে উন্মুক্ত রয়েছে। সিটিগো বক্সের সঙ্গে একটি রিস্টব্যান্ড ও একটি স্ট্র্যাপলুপ থাকবে এবং সুবিধা অনুযায়ী যে কোনোটিতেই চিপ ঢুকিয়ে ব্যবহার করা যাবে।  সিটিগো ব্যবহার করে নির্ধারিত শপিং মল, রেস্টুরেন্ট, ক্যাফেসহ ৭০টির বেশি আউটলেট এবং মোবাইল অপারেটরের অ্যাপ ব্যবহার করে রিচার্জে ২৫% ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। এ অফার চলবে ২০২৪ সালের ৩১ আগস্ট পর্যন্ত। সিটি ব্যাংক জানিয়েছে, খুব অল্প সময়ের মধ্যেই প্রোডাক্টটি ব্যাপক সাড়া ফেলেছে।  ইতোমধ্যে ১ হাজারের বেশি মানুষ সিটিগোর গ্রাহক হয়েছেন এবং আরও অনেকেই সিটিগো নিতে আবেদন করেছেন।

সর্বশেষ খবর