
মাইক্রোসফট এআই প্রযুক্তিতে নতুন মাত্রা যোগ করেছে। তাদের ‘কপাইলট স্টুডিও’-তে চালু হয়েছে নতুন ফিচার ‘কম্পিউটার ইউজ’। এর মাধ্যমে এআই এজেন্টদের দিয়ে সরাসরি ওয়েবসাইট ও ডেস্কটপ অ্যাপ্লিকেশন ব্যবহার করে বিভিন্ন কাজ করানো যাবে।
মাইক্রোসফট কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট চার্লস লামান্না জানান, এই ফিচারটির মাধ্যমে এআই এজেন্টরা স্ক্রিনে থাকা বাটনে ক্লিক করতে, মেনু সিলেক্ট করতে এবং টেক্সট ফিল্ডে টাইপ করতেও সক্ষম হবে। এর মানে কোনো অ্যাপে সরাসরি API না থাকলেও এজেন্ট তা ব্যবহার করে কাজ সম্পন্ন করতে পারবে—যেভাবে একজন মানুষ ব্যবহার করে।
এই প্রযুক্তি গুগল ক্রোম, মাইক্রোসফট এজ এবং ফায়ারফক্সের মতো ব্রাউজারে যেমন কাজ করবে, তেমনি ডেস্কটপ অ্যাপেও কাজ করবে। ব্যবহারকারীদের নিজস্ব সার্ভার ব্যবস্থাপনার ঝামেলা নেই, কারণ এটি মাইক্রোসফটের নিজস্ব ক্লাউডে হোস্টেড থাকবে। পাশাপাশি, এআই মডেল প্রশিক্ষণের জন্য ব্যবহারকারীর তথ্য ব্যবহৃত হবে না—ফলে নিরাপত্তা নিশ্চিত থাকবে।
এই ফিচার দিয়ে যে কাজগুলো স্বয়ংক্রিয় করা যাবে, তার মধ্যে রয়েছে: ডেটা এন্ট্রি : বিভিন্ন উৎস থেকে ডেটা সংগ্রহ করে স্বয়ংক্রিয়ভাবে সিস্টেমে ইনপুট দেওয়া। মার্কেট রিসার্চ: অনলাইন থেকে বাজার বিশ্লেষণের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা।
ইনভয়েস প্রসেসিং: ইনভয়েস থেকে তথ্য নিয়ে হিসাবরক্ষণ সফটওয়্যারে স্থানান্তর করা।
এই ফিচারটি ব্যবসায়িক কার্যক্রমে সময় ও খরচ কমাবে এবং ত্রুটির পরিমাণও হ্রাস করবে। পাশাপাশি, এটি এআই প্রযুক্তির আরও বাস্তবমুখী ও ব্যবহারবান্ধব প্রয়োগের দিকেও এক বড় পদক্ষেপ।
বিডিপ্রতিদিন/কবিরুল