
আপডেট :
১৩ ফেব্রুয়ারি, ২০১৬ ২১:৪২
লাইফ সাপোর্টে কবি রফিক আজাদ
অনলাইন ডেস্ক
কবি রফিক আজাদকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
শনিবার রাতে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল মজিদ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হন কবি রফিক আজাদ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে কবি রফিক আজাদ ডায়াবেটিস, কিডনি ও ফুসফুস সংক্রান্ত জটিলতায় ভুগছেন।
বিডি-প্রতিদিন/ ১৩ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন