
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলনের দিন-তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ নভেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে জেলার ৭টি উপজেলার মধ্যে ৩টিতে সম্মেলন সম্পন্ন হয়েছে। বাকি ৪টিতে নভেম্বরের আগেই সম্মেলন শেষ করার জন্য সিদ্ধান্ত হয় জেলা আওয়ামী লীগে।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এমএ সালাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলন হবে ৩০ নভেম্বর। এ নিয়ে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সিদ্ধান্ত হয়েছে। কীভাবে সুন্দর পরিবেশে এ সম্মেলন শেষ করা যাবে সেসব বিষয়ে বিভিন্ন উপ-কমিটিও করা হবে। এর আগে উপজেলার বাকি সম্মেলন শেষ করা হবে। তিনি বলেন, ৭টি উপজেলার মধ্যে রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলার সম্মেলন হয়েছে। মেয়াদ পূর্ণ না হওয়ায় ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হবে না। মিরসরাই উপজেলার সম্মেলন ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। বাকি সীতাকুন্ড, মিরসরাই, হাটহাজারী ও সন্দ্বীপ উপজেলা সম্মেলন অনুষ্ঠানের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি বলে জানান তিনি। দলীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামে জেলা-উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে চলছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিভিন্ন উপজেলা কমিটির মেয়াদ শেষ, নতুন কমিটি গঠন, ত্যাগী ও যোগ্য নেতার খোঁজসহ নানাবিধ আলোচনা চলছে কেন্দ্রীয়, জেলা ও উপজেলার আওয়ামী লীগ নেতা-কর্মীদের মাঝে। ইতিমধ্যে ৩টি উপজেলা সম্মেলন সম্পন্ন হয়েছে। বাকিগুলোর সম্মেলন দ্রুত সময়ে হয়ে যাবে। এ নিয়ে উপজেলা পর্যায়ে দফায় দফায় প্রস্তুতি সভা, নেতা-কর্মীদের উঠান বৈঠক, বিভিন্ন চায়ের দোকানসহ বিভিন্ন স্থানে আলোচনা চলছে। তবে এসবের মধ্যে মুখ্য আলোচনা হচ্ছে ‘কারা’ গুরুত্বপূর্ণ পদে স্থান পাচ্ছেন। দলের জন্য ত্যাগী, রাজনৈতিক যোগ্যতা, অতীত কর্মকা , নির্যাতিত, হামলা-মামলাসহ নানাভাবে যোগ্যতা বিবেচনা করেই বিভিন্ন উপজেলা কমিটিতে সভাপতি-সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসতে পারেন যোগ্য নেতারা। এসব নিয়েই কেন্দ্র থেকে শুরু করে তৃণমূলের শীর্ষ নেতাদের মাঝেও চলছে নানা কৌশলী লবিং তদবির। তাছাড়া আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের কাছেও পদপ্রত্যাশী নেতারা ধর্ণা দিচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলন ঘিরে গত শুক্রবার জরুরি বর্ধিত সভা হয়েছে উত্তর জেলা আওয়ামী লীগের। এতে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।