
নিখিল জৈনর সঙ্গে বিয়ের পর সংসদ ও সংসার সামলে অভিনয়ে ফিরেছেন লোকসভার সাংসদ ও কলকাতার জনপ্রিয় নায়িকা নুসরাত। সম্প্রতি ‘অসুর’ নামের একটি ছবিতে অভিনয় করেন তিনি। ছবিতে নুসরাতের বিপরীতে অভিনয় করেছেন দুই নায়ক জিৎ ও আবির চ্যাটার্জি।
শুক্রবার ভারতে মুক্তি পেয়েছে তাদের অভিনীত এই সিনেমাটি। এই সিনেমায় জিৎ নাকি আবির, কার প্রেমে মজেছেন নুসরাত তা জানতে হলে দেখতে হবে সিনেমাটি।
ছবির প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে নুসরাত বলেন, ‘অনেকে ভেবেছিল আমি শুধু রাজনীতি করব। কিন্তু আমি অভিনয়ে ফিরেছি। অসুরের মাধ্যমে আমাকে আবারও দর্শকের সামনে নিয়ে এসেছে নির্মাতা পাভেল। ওকে ধন্যবাদ। আমার শ্বশুরবাড়ি, বাপের বাড়ির অনেকে ছবি দেখতে এসেছে। মিমিকে খুব মিস করছি। ও কলকাতা থাকলে নিশ্চয়ই আসত।’
‘অসুর’ মূলত একটি প্রেমকাহিনি। কাইজান, বোধি ও অদিতি- তিন কলেজের বন্ধুর গল্প তুলে ধরা হয়েছে ছবিতে। কাইজানের চরিত্রে অভিনয় করেছেন করছেন জিৎ। বোধির ভূমিকায় অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়।
বিডি প্রতিদিন/হিমেল