
দূরপাল্লার গণপরিবহন চালুর দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির আওতায় সাতক্ষীরায় স্বাস্থ্যবিধি মেনে ঘণ্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
শুক্রবার ঈদের নামাজের পর বাংলাদেশ বাস, ট্রাক ওনার্স এ্যাসোসিয়েশন ও শ্রমিক ফেডারেশনের সাতক্ষীরা জেলা শাখার যৌথ আয়োজনে শহরের পশু হাসপাতালের সামনে সাতক্ষীরা খুলনা মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ সময় পরিবহন মালিক সমিতি সাতক্ষীরার সভাপতি তাহমিদ সাহেদ চয়নের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বাসটার্মিনাল বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুর রহমান, ট্রাক শ্রমিক ইউনয়নের সাধারণ সম্পাদক শেখ শাহাঙ্গীর হোসেন শাহিন, জুনায়েদ হোসেন লস্কার বায়রন, সরদার মুকুল, কেন্দ্রীয় বাস টার্মিনাল বাস শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম রবিসহ বাংলাদেশ বাস, ট্রাক ওনার্স এ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন