১৬ মার্চ, ২০২১ ০৮:৩৬

বাংলাদেশের স্বাধীনতা দিবস পালন করবে নিউ ইয়র্ক

অনলাইন ডেস্ক

বাংলাদেশের স্বাধীনতা দিবস পালন করবে নিউ ইয়র্ক

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরে নিউ ইয়র্ক সিনেটে একটি গুরুত্বপূর্ণ রেজ্যুলেশন পাশ হয়েছে। চলতি বছর ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসেবে পালন করবে নিউ ইয়র্ক স্টেট। নিউ ইয়র্কের সিনেটর জন ল্যু এই রেজ্যুলেশনটি স্টেটের আইন সভায় উত্থাপন করেন। যা সম্প্রতি পাশ হয়েছে। এর ফলে বিষয়টি ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত হয়েছে।

নিউ ইয়র্কের মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্বজিৎ সাহার একটি আবেদনের প্রেক্ষিতে বিষয়টি সিনেটে উত্থাপন করেন জন ল্যু। রেজ্যুলেশনে বলা হয়েছে, আর্থ-সামাজিক এবং সাংস্কৃতিক একটি অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে নিউ ইয়র্কের বাংলাদেশি-আমেরিকানরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। বাংলাদেশি আমেরিকানদেরকে তাদের সুবর্ণজয়ন্তী পালনে সহায়তা করার মধ্য দিয়ে তাদেরকে অন্যান্য জাতিগোষ্ঠীর কাছাকাছি নিয়ে আসবে নিউ ইয়র্ক স্টেট'।

মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্বজিৎ সাহা বলেন, নিউ ইয়র্কে প্রায় তিন লাখ প্রবাসী বাংলাদেশির প্রতি সম্মান এই অর্জন। আমরা সক্রিয় ছিলাম এবং এ নিয়ে কাজ করেছি। যে কারণে এমন অর্জন সম্ভব হয়েছে। আমি আপ্লুত।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর