২৩ মে, ২০২১ ১৮:০৩

ইসরায়েলি হামলার প্রতিবাদে জার্মানিতে বিক্ষোভ

বিটু বড়ুয়া, বার্লিন

ইসরায়েলি হামলার প্রতিবাদে জার্মানিতে বিক্ষোভ

অসহায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে জার্মানির রাজধানী বার্লিনে আবারও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যের মত রাজধানী বার্লিনের পোস্টডামার প্লাটজে কয়েক হাজার মানুষ অনতিবিলম্বে যুদ্ধ বন্ধসহ ইসরায়েলকে যে কোন মূল্যে বিচারের মুখোমুখি করার অঙ্গীকার করেন বসবাসরত ফিলিস্তিনের প্রবাসীসহ সর্বস্তরের সাধারণ নাগরিকেরা। 

সমাবেশে অংশ না নিতে সরকারি আদেশ অমান্য করে অংশ নেয়া আন্দোলনকারীরা বলেন তথাকথিত সাময়িক অস্ত্রবিরতি নয় বরং ফিলিস্তিনকে পরাধীন রাখাসহ সাধারণ নাগরিকদের উপর নিপীড়ন বন্ধ, হত্যা ও গাজা উপত্যাকায় ইসরায়েল বসতি স্থাপন এখনি বন্ধ না করলে আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দেন সমাবেশকারীরা।

এসময় বিক্ষোভকারীরা আরও বলেন, যদিও এখন দু'দেশের সরকার অস্ত্র বিরতিতে সম্মত হয়েছে তবুও ইসরায়েলকে বিশাবাস করা হবে সবচেয়ে বড় বোকামী। শুক্রবারের জুমার দিনটাতেও আমাদের আল আকসা মসজিদে নামজরত মুসলমানদের উপর অত্যাচার করেছে। গুলি করেছে। এরপরও কি ইসরায়েলকে কি সত্যিই বিশ্বাস করা যায়? 

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর