২০ আগস্ট, ২০২১ ০৫:৩৩

ওমানে রাত্রিকালীন কারফিউ শেষ হচ্ছে শনিবার

এইচ এম হুমায়ুন কবির, মাস্কাট

ওমানে রাত্রিকালীন কারফিউ শেষ হচ্ছে শনিবার

ওমানে সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কমতে থাকায় শূন্য হতে শুরু করেছে হাসপাতালের আইসিইউ বেডগুলো। করোনায় মৃত্যুর সংখ্যাও কমছে উল্লেখযোগ্যভাবে। সর্বশেষ বৃহস্পতিবার দেশটিতে ১৮৬ জন আক্রান্ত এবং মৃত্যুর খবর পাওয়া গেছে ৭ জনের।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বৃহস্পতিবার করোনা নিয়ন্ত্রণে গঠিত ওমানের সুপ্রিম কমিটির জরুরি এক বৈঠকে সিদ্ধান্ত হয়, শনিবার থেকে গোটা ওমান হবে রাত্রিকালীন চলমান নো-মোভমেন্টের আওতামুক্ত। সকল প্রকার বাণিজ্যিক প্রতিষ্ঠান ২৪ ঘণ্টাই খোলা রাখা ও গণমানুষের স্বাভাবিক চলাফেরায় সরকারি কোন বিধিনিষেধ থাকবে না। শনিবার সন্ধ্যা (২১ আগস্ট) থেকে কার্যকর হবে এ সিদ্ধান্ত।

ওমান সরকারের এমন সিদ্ধান্তে খুশি স্থানীয় নাগরিকসহ সাধারণ প্রবাসীরা। ধারণা করা হচ্ছে, ওমান সরকারে সময়োপযোগী এ সিদ্ধান্তের কারণে  বর্তমানে ব্যবসা-বাণিজ্যের মন্দা কাটিয়ে ওঠে স্বাভাবিক জীবন ফিরে পাবে দেশটিতে বসবাসরত সাধারণ জনগোষ্ঠী। বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে শতভাগ ভ্যাক্সিনেশনের আওতায় নিয়ে আসা হবে দেশটিতে বসবাসরত  জনগোষ্ঠীকে।

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ ওমানের সভাপতি প্রকৌশলী আলী আশরাফ ওমান সরকারের সময়পোযোগী এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ওমান সরকাকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন, লকডাউন শেষ হলেও করোনা নিয়ন্ত্রণের লক্ষ্যে ওমান সরকারের দেয়া বিধি-নিষেধ মেনে চলে সবসময় মাস্ক পরিধান করার।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর