২৫ আগস্ট, ২০২১ ১২:৫১

যুবদল নেতা সালামকে স্মরণে ভার্চুয়াল শোক সভা

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

যুবদল নেতা সালামকে স্মরণে ভার্চুয়াল শোক সভা

করোনায় আক্রান্ত হয়ে সম্প্রতি মৃত্যুবরণকারি বিয়ানিবাজার থানা যুবদলের সাবেক সভাপতি এম এ সালাম স্মরণে এক ভার্চুয়াল শোক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগস্ট এই সভায় মিলিত হন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশে বসবাসরকারি বিয়ানিবাজারের সাবেক নেতৃবৃন্দ। 

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। সভাপতিত্ব করেন বিয়ানিবাজার সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি নিউইয়র্কে বসবাসরত তাজুল ইসলাম খান এবং সঞ্চালনা করেন যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন। বিশেষ সহায়তায় ছিলেন যুক্তরাষ্ট্র যুবদলের সহ-সভাপতি আতিকুল হক আহাদ এবং জাসাসের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার সায়েম রহমান। এম এ সালামের রাজনৈতিক জীবন নিয়ে স্মৃতিচারণের পাশাপাশি বিএনপির বর্তমান হাল-হকিকত নিয়ে নেতৃবৃন্দ কথা বলেন। একইসাথে মরহুম সালামের শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপণও করেন সকলে। 

আলোচনায় অংশগ্রহণকারি নেতৃবৃন্দের মধ্যে ছিলেন কানাডা বিএনপির সভাপতি ফয়সল চৌধুরী, যুবদলের সাবেক সহ-সভাপতি ও বর্তমানে বিএনপি নেতা কাইয়ুম চৌধুরী, জিল্লুর রহমান জিল্লু, মঞ্জুর আহমেদ চৌধুরী, আজমল হোসেন কুনু, এমরান আহমেদ চৌধুরী, কামালউদ্দিন, মিজানুর রহমান ভূইয়া, এম এ সালাম, মিসবাহুল কাদির চৌধুরী, নজমুল হোসেন পুতুল, ইসলামউদ্দিন, আমিনুল ইসলাম, দবির হোসেন, আব্দুস সবুর, সাব্বির আহমেদ, নূরে আলম অলি, মোহাম্মদ নুরুজ্জামান, মাজহারুল ইসলাম জনি, কাওসার আহমেদ, মাহতাবউদ্দিন, সরোয়ার হোসেন প্রমুখ। 

এই সভার মাধ্যমে বিশ্বের প্রান্তে বসবাসরত বিয়ানিবাজারের ছাত্রদল, যুবদল ও বিএনপির সাবেক নেতাদের মধ্যে একটি নেটওয়ার্ক রচিত হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এর মাধ্যমে স্ব স্ব দেশে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড চাঙ্গা করার পথ সুগম হলো বলে যুবনেতা এম এ বাতিন উল্লেখ করেছেন। প্রধান অতিথি মোয়াজ্জেম হোসেন আলাল সকলকে কঠিন এক আন্দোলনের জন্যে প্রস্তুত থাকার আহ্বান জানান এবং এ লক্ষ্যে সব ধরনের দ্বিধা-দ্বন্দ্ব পরিহার করার কথাও বলেন। ‘বিএনপি এখন চরম একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। তাই নেতৃত্ব নিয়ে দলাদলির সময় এটা নয়। এখন সময় হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন রচনার’-উল্লেখ করেন আলাল। 

 
বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর