১৯ অক্টোবর, ২০২১ ১৩:২৯

শ্রীলংকায় শেখ রাসেল দিবস উদযাপন

অনলাইন ডেস্ক

শ্রীলংকায় শেখ রাসেল দিবস উদযাপন

শ্রীলংকায় বাংলাদেশ হাই কমিশনে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে।  

শিশু, কিশোর এবং বাংলাদেশ কমিউনিটি প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠানের শুরুতে শেখ রাসেলের  প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয় এবং শেখ রাসেলের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

পরে হাই কমিশনার তারেক মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে একটি স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাই কমিশনার তার বক্তব্যে শেখ রাসেলের মানবিক গুণাবলী উপস্থিত শিশু-কিশোরদের সামনে তুলে ধরেন এবং ভবিষ্যত প্রজন্মকে শেখ রাসেলের চেতনা লালন করার আহ্বান জানান।    

আলোচনা অনুষ্ঠানের পর শিশু-কিশোরদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।  

এছাড়াও করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত স্থানীয় স্বাস্থ্যবিধির বাধ্যবাধকতায়, শ্রীলংকার প্রবাসীদের বৃহত্তর পরিসরে সম্পৃক্ত করার লক্ষে অনুষ্ঠানটি দূতাবাসের ফেইসবুক পেজের মাধ্যমে লাইভ স্ট্রিম করা হয়।      

বিডি প্রতিদিন / অন্তরা কবির 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর