২৩ ফেব্রুয়ারি, ২০২২ ১৬:০৫

অস্ট্রেলিয়ার বাংলাদেশ হাই কমিশনে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা

নাইম আবদুল্লাহ, অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার বাংলাদেশ হাই কমিশনে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা

বাংলাদেশ হাই কমিশন অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার মানুকা ওভালে চতুর্থ বারের মতো প্রভাত ফেরীল আয়োজন করে। প্রভাত ফেরিটি তেলোপিয়া পার্কে অস্থায়ীভাবে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

অ্যাটর্নি জেনারেল শেন রাটেনবারি, স্বাস্থ্যমন্ত্রী রাচেল স্টিফেন-স্মিথ, ভারত ও রাশিয়ার রাষ্ট্রদূত, কূটনৈতিক মিশনের সদস্যবৃন্দ, পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগের উত্তর ও দক্ষিণ এশিয়ার প্রথম সহকারী সচিব গ্যারি কোওয়ান সহ বাংলাদেশী কমিউনিটির সদস্যরা ভোরবেলায় প্রভাত ফেরিতে অংশ নেন। পদযাত্রা শেষে শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা।

পরে হাইকমিশনার সুফিউর রহমান চ্যান্সারি প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করেন, পরে ভাষা শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত এবং শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশের জন্য বিশেষ মোনাজাত করেন। সন্ধ্যায় আয়োজনে ছিলো, গান, নাচ ও কবিতা আবৃত্তিসহ বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা।

প্রতি বছরের মতো তেলোপিয়া পার্কে অস্থায়ী শহীদ মিনার শ্রদ্ধা নিবেদনের জন্য আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত উম্মুক্ত থাকবে।

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর