২১ মার্চ, ২০২২ ১৫:৩১

সিডনিতে শহীদদের স্মরণে ভিকারুননিসা অ্যালামনাই অস্ট্রেলিয়ার শ্রদ্ধা

নাইম আবদুল্লাহ

সিডনিতে শহীদদের স্মরণে ভিকারুননিসা অ্যালামনাই অস্ট্রেলিয়ার শ্রদ্ধা

সিডনির অ্যাশফিল্ড পার্ক শহীদ মিনারে একুশে একাডেমী অস্ট্রেলিয়ার উদ্যোগে ভাষা শহীদদের স্মরণে প্রভাতফেরীতে অংশগ্রহণ করেছে ভিএঅস (ভিকারুননিসা অ্যালামনাই অস্ট্রেলিয়া)।

রবিবার দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল সিডনির বিভিন্ন সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, বই মেলা ও আলোকচিত্র প্রদর্শনী।

প্রতি বছর একুশে ফেব্রুয়ারিকে সামনে রেখে ফেব্রুয়ারি মাসে প্রভাতফেরী ও বইমেলার আয়োজন করা হয়। তবে এই বছর করোনা বিধিনিষেধের কারণে আয়োজনটি পিছিয়ে রবিবার (২০ মার্চ) অনুষ্ঠিত হয়।

ভিকারুননিসা অ্যালামনাই অস্ট্রেলিয়ার পক্ষ থেকে সাকিনা আক্তার জানান, বাংলাদেশের শিল্প, সংস্কৃতি ও সাহিত্য চর্চাকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক দায়িত্ব পালনেও অগ্রণী ভূমিকা পালন করছে। ভিএঅস এখন অস্ট্রেলিয়ান চ্যারিটি ও নন প্রোফিট কাউন্সিলের রেজিস্টার্ডভুক্ত একটি চ্যারিটেবল প্রতিষ্ঠান।

একুশে একাডেমীর এই আয়োজনকে সাধুবাদ জানাতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ভিএঅস প্রেসিডেন্ট ডা. মাহবুবা খানম মুক্তা ও জিএস ডা. সুরঞ্জনা জেনিফার রহমান।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর