শিরোনাম
২২ মার্চ, ২০২২ ১২:৫৫

কাতারে এসএসসি-২০০১ ও এইচএসসি-২০০৩ ব্যাচের মিলনমেলা

আমিন ব্যাপারী, কাতার

কাতারে এসএসসি-২০০১ ও এইচএসসি-২০০৩ ব্যাচের মিলনমেলা

কাতারে এসএসসি-২০০১ ও এইচএসসি-২০০৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ‌‘বন্ধুত্ব দৃঢ় হোক সহযোগিতার বন্ধনে’ এই শ্লোগানকে সামনে রেখে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্প্রতি আলখোর তাকিয়া সমুদ্রসৈকত যেন প্রবাসের মাটিতে এক টুকরো বাংলাদেশে পরিণত হয়‌।

বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ করতে আসন্ন ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপে আগত ০১-০৩ ব্যাচের সবাইকে সাদরে গ্রহণ করতে প্রস্তুত রয়েছে এই গ্রুপের শিক্ষার্থীরা। ব্যাচের সকল বন্ধুদের একত্রিত করা, বন্ধুদের পাশে দাঁড়ানো এবং বন্ধুরা একত্রিত হয়ে সামাজিক কাজ করার অঙ্গীকারও করেন তারা।

বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে সন্ধায় বারবিকিউ পার্টিতে প্রবাসীদের উচ্ছ্বাস ছিল অন্যতম আকর্ষণ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা নেচে গেয়ে মাতিয়ে রাখেন সাগর প্রাঙ্গণ। ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ায় প্রত্যয় ব্যক্ত করেন সবাই।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর