২৩ মার্চ, ২০২২ ১৬:৪২

কানাডায় অনুষ্ঠিত হবে ‘বৈশাখী মেলা ও বর্ষবরণ ১৪২৯’

আহসান রাজীব, কানাডা

কানাডায় অনুষ্ঠিত হবে ‘বৈশাখী মেলা ও বর্ষবরণ ১৪২৯’

আগামী ১৬ এপ্রিল বাঙালির ঐতিহ্যবাহী প্রাণের উৎসব পহেলা বৈশাখকে স্মরণীয় করতে এবং নতুন প্রজন্মের মাঝে আবহমান বাংলার চেতনা ও ঐতিহ্য তুলে ধরতে কানাডার ক্যালগেরির ‘আমরা সবাই’ আয়োজন করতে যাচ্ছে ‘বৈশাখী মেলা ও বর্ষবরণ ১৪২৯’। বিশেষ এই দিনের আয়োজনকে সফল করতে আয়োজকদের উদ্যোগে ক্যালগেরির ‘বাংলাদেশ সেন্টারে’ এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রূপক দত্ত, সহ-সভাপতি জয়ন্ত বসু, সাধারণ সম্পাদক সৌগত নন্দী, অনুষ্ঠান সমন্বয়কারী সাথী দত্ত, উপদেষ্টা চয়ন দত্ত এবং উন্নয়ন গবেষক মো. মাহমুদ হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন অনুষ্ঠানের মিডিয়া পার্টনার আলবার্টার প্রথম বাংলা অনলাইন পোর্টাল ‘প্রবাস বাংলা ভয়েস’ এর প্রধান সম্পাদক আহসান রাজীব বুলবুল।

সংবাদ সম্মেলনে অনুষ্ঠান সূচি ও লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সভাপতি রূপক দত্ত। তিনি জানান, নব প্রজন্মের কাছে আবহমান বাংলার কৃষ্টি ইতিহাস, ঐতিহ্যকে তুলে ধরাই আমাদের বাংলা বর্ষবরণ উৎসবের মূল লক্ষ্য। মেলায় থাকবে রং বেরং এর বাহারি শাড়ি, ফ্যাশন শো, বাংলার ঐতিহ্যময় পিঠা পুলি খাবারসহ আকর্ষণীয় বিভিন্ন ধরণের উল্লেখযোগ্য সংখ্যক স্টল, মূল আকর্ষণ থাকবে ছোট ছোট শিশু কিশোরদের হাতে মুখ ও মুখোশ নিয়ে বৈশাখী মঙ্গল শোভাযাত্রা।

তিনি আরও জানান, বাংলার সবুজ মাঠ পেরিয়ে বিশ্ব প্রান্তরে সূর্যের আর পান্তাভাতের সংস্কৃতির হাসি তেমন দেখা না মিললেও ঐদিন বৈশাখের রঙ, ভালবাসার রঙ, আড্ডার রঙ, লোকজ ভাবনা, বাংলার ঐতিহ্য ও আনুষ্ঠানিকতায় একে অপরের সান্নিধ্যে শ্রদ্ধা, ভালবাসা বিনিময়ের মাধ্যমে হৃদয়-মন ভরে উঠবে প্রবাসী জীবনের জয়গানে। আমরা আশা করি ঐদিন শিশু-কিশোর আর নারী-পুরুষের পদভারে কানায় কানায় পূর্ণ হবে মন্টগোমরি কমিউনিটি এসোসিয়েশন। তুষার আবৃত্ত কানাডার কর্মময় এক ঘেয়েমি জীবন থেকে বেরিয়ে এসে প্রবাসী বাঙ্গালীরা দিনব্যাপী আনন্দ উৎসবে মেতে উঠবে অন্যরকম এক মিলন মেলায়।  

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনাকালীন গত দু’বছরে আমরা সবাই কমবেশি আপন অনেক স্বজনকে হারিয়েছি। প্রবাস জীবনের এই কষ্ট এখনো আমাদের বিমর্ষ রাখে, অন্যদিকে হতাশা বঞ্চিত কর্মময় প্রবাস জীবনে একটু নির্মল আনন্দ পেতেই প্রবাসীরা বেরিয়ে আসবে, উপভোগ করবে বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতিকে- এটাই আমার বিশ্বাস।

সংগঠনের সাধারণ সম্পাদক সৌগত নন্দী বলেন, আসছে নতুন বছর আমাদের সবার জীবনে আনন্দ আর অনাবিল শান্তি বয়ে আনবে, করোনামুক্ত হয়ে সারা বিশ্ব নতুন করে জেগে উঠবে এবং আমরা সবাই একত্রিত হয়ে এখানে বাংলার ঐতিহ্যকে তুলে ধরবো।

অনুষ্ঠান সমন্বয়কারী সাথী দত্ত জানান, বাংলা সংস্কৃতি কে তুলে ধরতে ঐদিন আমরা বিভিন্ন রকমের বাহারি খাবার পরিবেশন করবো, আসুন সবাই মিলে উপভোগ করি, নতুন বছর কে বরণ করে নেই।

উল্লেখ্য, অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার আলবার্টা'র প্রথম বাংলা অনলাইন পোর্টাল ‘প্রবাস বাংলা ভয়েস’। দিনব্যাপী অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের সঙ্গীত পরিবেশনের পাশাপাশি সঙ্গীত পরিবেশন করবে ঐন্দ্রিলা দাস। তার সঙ্গীত পরিবেশনায় ফুটে উঠবে বাংলার রূপ, প্রকৃতি, ভালোবাসা ও নির্মল আনন্দ। প্রবাস জীবনে বাঙ্গালীদের মাঝে এই আয়োজন মনের খোরাক ও নির্মল আনন্দ দিতে শতভাগ সফল হবে- এমনটাই মনে করছেন সংগঠকরা। 
 
বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর