২৬ মার্চ, ২০২২ ১১:৪৮

অস্ট্রেলিয়া যুবলীগ ও আওয়ামী লীগের জাতির পিতার আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ

নাইম আবদুল্লাহ

অস্ট্রেলিয়া যুবলীগ ও আওয়ামী লীগের জাতির পিতার আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ

২৫ মার্চবাংলাদেশ আওয়ামী যুবলীগ অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়া আওয়ামী পরিবার সিডনির উপকন্ঠে ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্যে রাত ১২টা ১ মিনিটে পুস্পস্তবক অর্পণ ও ৫১টি মোমবাতি প্রজ্জ্বলন করে ১৯৭১ সালের ভয়াবহ ২৫শে মার্চের কালো রাত পালন করে। 

এ সময় মহান মুক্তিযুদ্ধে নিহত ৩০ লক্ষ শহীদ ও ৪ লক্ষ ধর্ষিতা নারীর প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালনসহ ১৫ই আগস্টে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতির পিতার পরিবারের প্রতি শ্রদ্ধা অস্ট্রলিয়া আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠাতা গামা আব্দুল কাদির বলেন, পাকিস্তানী হানাদার বাহিনী আজ এই কালো রাতে ৫১ বছর আগে নিরস্ত্র ও স্বাধীনতাকামী গনতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল বাঙালী জাতির উপর অত্যাধুনিক অস্ত্র নিয়ে ঝাপিয়ে পড়ে। তারা আজ রাতেই বাঙালী জাতির প্রান ভোমরা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, বাঙালীর স্বাধীকার ও স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে তার জনগনের কাছ থেকে ছিনিয়ে নেয়, সেই সাথে ইতিহাসের সবচেয়ে নৃশংশ ও কাপুরোষিত হত্যাকান্ডের মাধ্যমে প্রায় ৩০ লক্ষ বাঙালীকে হত্যা ও ৪ লক্ষাধিক নারীকে ধর্ষন করে। 

২৫ শে মার্চকে আন্তর্জাতিক গনহত্যা দিবস হিসেবে ঘোষনা করতে জাতিসংঘের প্রতি আহবান জানিয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার নেতা সিনিয়র সহ-সভাপতি মাহাবুবুর রহমান, সহ-সাধারন সম্পাদক গিয়াসউদ্দীন মোল্লা, প্রচার সম্পাদক লিয়াকত আলী লিটন, আওয়ামী পরিবারের নেতা ইফতেখার উদ্দীন ইফতু, অস্ট্রেলিয়া যুবলীগের সাধারন সম্পাদক নোমান শামীম, সহসাধারন সম্পাদক অপু সারোয়ার, সাংগঠনিক সম্পাদক মহীউদ্দীন কাদির, যুবলীগ নেতা সাইফুল্লাহ ইসলাম তালুকদার প্রমুখ। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর