২৬ মার্চ, ২০২২ ১৭:১১

ব্রিটেনে ভয়ংকর ই-স্কুটার!

ই-স্কুটারের ব্যাটারি বিস্ফোরণে বাসা-বাড়িতে অগ্নিকাণ্ড, বেড়েছে দুর্ঘটনা, ছিনতাই, অপরাধ

আ স ম মাসুম, যুক্তরাজ্য

ব্রিটেনে ভয়ংকর ই-স্কুটার!

পূর্ব লন্ডনে এশিয়ানদের ব্যস্ততম সড়ক গ্রীন স্ট্রিটে ভ্যানের সাথে ধাক্কা লেগে ই-স্কুটারের চালক ১৪ বছরের এক কিশোরী ঘটনাস্থলেই মারা গেছে। গত ২১ মার্চ দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এসময় পুলিশ ও প্যারামেডিকস ঘটনাস্থলে গিয়ে এয়ার অ্যাম্বুলেন্সকে কল করে। তারপরও কিশোরীকে বাঁচানো যায়নি। 

এই ঘটনার সাথে সংশ্লিষ্ট ভ্যান ড্রাইভার পুলিশের জেরার সম্মুখীন হলেও তাকে গ্রেফতার দেখানো হয়নি। ঘটনার পরপরই পুরো এলাকার রাস্তা বন্ধ করে দেয়া হয়। সম্প্রতি ই-স্কুটার দিয়ে দুর্ঘটনা মারাত্মক বেড়েছে। এরমধ্যে ২০১৮ সালের তুলনায় ২০২১ সালে ২৮০০ শতাংশ বেড়েছে। ২০২১ সালের প্রথম ৬ মাসে ২৫৮ টি দুর্ঘটনা রেকর্ড করা হয়েছে শুধুমাত্র লন্ডনে ই-স্কুটার দিয়ে যা ২০১৮ সালের প্রথম ৬ মাসে ছিলো মাত্র ৯টি। সারা দেশে ২০২১ সালে এই সংখ্যা ছিলো প্রায় ৯০০।

এছাড়া সম্প্রতি ই-স্কুটারের ব্যাটারি বিস্ফোরণ হয়ে নিউহ্যাম বারার এক বাসায় আগুন ধরে এবং ই-স্কুটারের লিথিয়াম ব্যাটারির কারণে মারাত্মক বিস্ফোরণ হয়। ঘটনাটি ঘটে পূর্ব লন্ডনের ইস্ট হ্যামের নর্থফিল্ড এলাকায়। ১৬ মার্চ ঘরের প্যাসেজে রাখা ই-স্কুটারের ব্যাটারি বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। এসময় লিথিয়াম ব্যাটারি বিস্ফোরণ ঘটে কয়েকবার। কালো ধোয়া আচ্ছন্ন হয়ে পড়ে পুরো এলাকায়। ৪০ জন ফায়ার ফাইটার মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় একজন পুরুষ আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। লন্ডন ফায়ার ব্রিগেডের একজন মুখপাত্র বলছেন, অনলাইন থেকে কমদামী ব্যাটারি কিনলে এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

তারও আগে চলতি বছরের ২০ জানুয়ারি পূর্ব লন্ডনের লেইটনষ্টোন এলাকায় এক বাসায় চার্জ দেয়া অবস্থায় ই স্কুটারের ব্যাটারী বিস্ফোরণ ঘটে। এতে সেই বাসার পুরোটা আগুনে পুড়ে ছাই হয়ে যায়। পুলিশ বলছে, স্কুটারের ব্যাটারী চার্জ হলে সেটা খুলে রাখা উচিত। না হলে এমন অনাকাঙ্কিত ঘটনা ঘটবে।

দুর্ঘটনা ছাড়া ই-স্কুটার দিয়ে ছিনতাই বেড়েছে উদ্বেগজনক হারে। পূর্ব লন্ডনেই শুধুমাত্র গত ৬ মাসে অন্তত ৭০-৮০টি ছিনতাই হয়েছে। তবে ছিনতাইয়ের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ সাধারণত এ ধরনের ঘটনার ক্ষেত্রে কোন ধরনের পদক্ষেপ নেয় না। পূর্ব লন্ডনের বারডেট রোড, জ্যামাইকা ষ্ট্রিট, রেডকোট মসজিদের সামনের সড়ক স্টেপনী ওয়ে, স্টেপনী রোড, জুবিলি রোড, রোমান রোড ইত্যাদি এলাকায় সবচেয়ে বেশী ছিনতাইয়ের ঘটনা ঘটে। 

ছিনতাইয়ের শিকার বেশ কয়েকজনের বক্তব্যে বের হয়ে এসেছে, মূলত যারা অসাবধানবসত রাস্তায় হেটে কথা বলেন, এমন মানুষকে টার্গেট করে ই-স্কুটারে থাকা ছিনতাইকারীরা ছো মেরে নিয়ে যায় ফোন বা হাতে থাকা দামী জিনিস। ছিনতাইকারীরা সব সময় মুখে মাস্ক পড়া থাকে। এছাড়া পুলিশ এসব ছিনতাইয়ের ঘটনায় বেশী জড়িত হতে চায় না দেখেই ছিনতাইকারীরা আরো সাহস পায়।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর