শিরোনাম
২৬ মার্চ, ২০২২ ২২:১৭

মেলবোর্নে মহান স্বাধীনতা দিবস উদযাপন

অস্ট্রেলিয়া প্রতিনিধি

মেলবোর্নে মহান স্বাধীনতা দিবস উদযাপন

অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে ‘মেলবোর্ন বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশন’-এর উদ্যোগে আজ মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। অন্যান্য বছরের মত এবারও মেলবোর্ন শহরের প্রাণকেন্দ্র ফেডারেশন স্কয়ারে পতাকা উত্তোলনের মধ্যদিয়ে এই দিবস উদযাপন শুরু হয়। দিনব্যাপী ফেডারেশন স্কয়ারে এই পতাকা উড়তে থাকে যা বাংলাদেশিদের জন্য গর্বের।

মেলবোর্ন ও মোনাশ বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক, মেলবোর্ন বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশনের সভাপতি ও অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা মোল্লা মো. রাশিদুল হক অস্ট্রেলিয়ার আদিবাসী (ঐতিহ্যগত) মালিক এবং তাদের বিগত ও বর্তমান মুরুব্বীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার স্বাগত বক্তব্য শুরু করেন। তিনি স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে সাহায্য করার জন্যে ফেডারেশন স্কয়ার কর্তৃপক্ষ ও বাংলাদেশ হাইকমিশনকে ধন্যবাদ জানান।

রাশিদুল হক এসময় স্বাধীনতা যুদ্ধে তিরিশ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা-বোনের ত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতাসহ যাদের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয় তাদের সবার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের সোপানে আরোহন করেছে।

মেলবোর্ন বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা এবং অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা ড. মাহবুবুল আলম তার বক্তব্যের শুরুতে স্বাধীনতার স্থপতি ও বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, সাত বীরশ্রেষ্ঠসহ তিরিশ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা-বোন- যাদের আত্মত্যাগ ও সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, বিশ্বের দরবারে আজ বাংলাদেশ একটি সফল দেশ। বাংলাদেশকে এগিয়ে নিতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করতে হবে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর