শিরোনাম
২৭ মার্চ, ২০২২ ০৯:২৩

অস্ট্রেলিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

নাইম আবদুল্লাহ, অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

অস্ট্রেলিয়ায় মেলবোর্ন বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার (২৬ মার্চ) ৫১তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। অন্যান্য বছরের মত এবারও মেলবোর্ন শহরের প্রাণকেন্দ্র ফেডারেশন স্কয়ারে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই উদযাপন শুরু হয়।

মেলবোর্ন ও মোনাশ বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক, মেলবোর্ন বাংলাদেশী কমিউনিটি ফাউন্ডেশনের সভাপতি ও অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা মোল্লা মো. রাশিদুল হক অস্ট্রেলিয়ার আদিবাসী (ঐতিহ্যগত) মালিক ও তাদের বিগতসহ বর্তমান মুরুব্বীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার স্বাগত বক্তব্য শুরু করেন। তিনি স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে সাহায্য করার জন্যে ফেডারেশন স্কয়ার কর্তৃপক্ষ ও বাংলাদেশ হাই কমিশনকে ধন্যবাদ জানান। 

তিনি তার বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদ ও সাড়ে চার লাখ মা-বোনের ত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতাসহ যাদের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয় তাদের সবার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের সোপানে আরোহন করছে। তিনি বাংলাদেশের উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং দেশ-বিদেশে সমস্ত বাংলাদেশিদের তিনি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

মেলবোর্ন বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা এবং অনুষ্টানের অন্যতম উদ্যোক্তা ড. মাহবুবুল আলম তার বক্তব্যের শুরুতে স্বাধীনতার স্থপতি ও বাঙালীর হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতীর জনক বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, সাত বীরশ্রেষ্ঠসহ তিরিশ লাখ শহীদ ও সাড়ে চার লাখ মা-বোন যাদের আত্মত্যাগ ও সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। 
 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর