২৭ মার্চ, ২০২২ ১১:০৩

কলম্বোয় বাংলাদেশ হাইকমিশনে স্বাধীনতা দিবস উদযাপন

অনলাইন ডেস্ক

কলম্বোয় বাংলাদেশ হাইকমিশনে স্বাধীনতা দিবস উদযাপন
শ্রীলঙ্কার কলম্বোতে বাংলাদেশ হাইকমিশনে নানা আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ও তার স্ত্রী শিরান্থি রাজাপাকসে।
 
দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হয়েছে চলতি বছরের ৪ মার্চ। সেই উপলক্ষ্যে বিশেষভাবে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস উদযাপন করেছে বাংলাদেশ হাইকমিশন। এই অনুষ্ঠানে শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার ও মন্ত্রীসহ আরও অনেক গুরুত্বপূণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক এমডি আরিফুল ইসলামের আমন্ত্রণে অনুষ্ঠানে অংশ নেওয়া শ্রীলঙ্কার রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা দুই দেশের কূটনৈতিক সুসম্পর্ক নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
 
দিনের শুরুতে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শুরু করেন বাংলাদেশের রাষ্ট্রদূত। এরপর প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বাণী পাঠ করে শোনানো হয়। শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতও করা হয়েছে। 
 
           
বিডি প্রতিদিন/নাজমুল
শিরান্থি রাজাপক্ষ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর