৯ জুন, ২০২২ ১৬:২৯

আবদুল গাফফার চৌধুরীকে স্মরণ করলো যুক্তরাজ্যস্থ বরিশালবাসী

যুক্তরাজ্য অফিস

আবদুল গাফফার চৌধুরীকে স্মরণ করলো যুক্তরাজ্যস্থ বরিশালবাসী

কালজয়ী একুশে গানের রচয়িতা, প্রখ্যাত সাংবাদিক ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরীর স্মরণে যুক্তরাজ্যে বসবাসরত বরিশালবাসীর উদ্যোগে এক আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় ড. বিএম রাজ্জাকের সভাপতিত্বে ও আতিয়ার রসুল কিটনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকমিশনারের প্রতিনিধি হিসেবে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের রাজনৈতিক কাউন্সিলর দেওয়ান মাহমুদুল হক। প্রধান আলোচক হিসেবে অংশ নেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ।

সভার শুরুতেই কোরআন তেলাওয়াত করেন ইউসুফ আলী পলাশ। আলোচনায় অংশ নেন নিউহ্যাম কাউন্সিলর মজিবুর রহমান, রেডব্রিজের কাউন্সিলর ফয়জুর রহমান ও একাউন্টেন্ট সৈয়দ আরিফ হোসেন। 

স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইতালিস্থ আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহাতাব হোসেন, নিউহ্যাম বাংলাদেশ কমিউনিটির সভাপতি রাব্বির হোসেন, কামাল হোসেন, জিয়াউল কামরুল, মনির হোসেন মুহিত, মেহেদী হাসান, ইতালিয়ান বাংলাদেশি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা হাবিবুর রায়হান শহীদ, গৌরব’৭১ এর সভাপতি আবদুর রাজ্জাক মোল্লা, সর্ব ইউরোপ আওয়ামী সোসাইটির সাধারণ সম্পাদক হাসিব চৌধুরী ও যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আশরাফুল আলম।

সার্বিক সহযোগিতায় ছিলেন মামুন আহসান, সরদার মিজানুর রহমান বাবুল, গাজী রফিক, জাহাঙ্গীর হোসেন, মহিউদ্দিন আহাম্মেদ, মোহসিন সিকদার বাবুল, গোকুল দাস, মাহবুব হোসেন প্রমুখ। এছাড়াও দোয়া পরিচালনা করেন ডাক্তার মোহাম্মদ হোসেন।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর