১১ জুলাই, ২০২২ ০৮:৩৩

সিডনিতে ঈদুল আজহা উদযাপিত

নাইম আবদুল্লাহ, সিডনি

সিডনিতে ঈদুল আজহা উদযাপিত

যথাযথ ধর্মীয় মর্যাদা ও উৎসব আনন্দের মধ্য দিয়ে গত ৯ ও ১০ জুলাই দুইদিন সিডনিতে বাংলাদেশি মুসলিম কমিউনিটি তাদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপন করেন।

ঈদ উপলক্ষে সিডনিতে বাংলাদেশিদের ব্যবস্থাপনায় মসজিদ, ইসলামিক সেন্টার, কনভেনশন হল ও খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। দলমত-নির্বিশেষে বাংলাদেশি ছাড়াও স্থানীয় ও বিভিন্ন দেশের মুসলমানরা ঈদের জামায়াতে অংশগ্রহণ করেন।

এইবার এমন একটি সময়ে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে যখন বাংলাদেশের অনেক এলাকা বন্যায় প্লাবিত। এই পরিস্থিতিতে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বন্যার্তদের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করার আহ্বান জানান সিডনি প্রবাসীরা। পাশাপাশি ঈদ সবার জন্য আনন্দপূর্ণ ও কল্যাণকর হোক, মহান আল্লাহ্ আমাদের সকলকে ভয়াবহ বৈশ্বিক মহামারি করোনাভাইরাস থেকে হেফাজত করুক এই মোনাজাত করেন তারা। 

বাংলাদেশির প্রবাসীরা বুচারী শপ (হালাল মাংসের দোকান) ও স্থানীয় পশু খামারগুলোতে কোরবানির ব্যবস্থা করে।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর