২২ এপ্রিল, ২০২৩ ১০:০৯

উৎসবমুখর পরিবেশে ইতালিতে ঈদুল ফিতর উদযাপিত

এমডি রিয়াজ হোসেন, ইতালি

উৎসবমুখর পরিবেশে ইতালিতে ঈদুল ফিতর উদযাপিত

উৎসবমুখর পরিবেশে ইতালিতে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। করোনার বিধিনিষেধ মুক্ত পরিবেশে ঈদের নামাজ আদায় করতে পেরে প্রবাসীরা সন্তোষ প্রকাশ করেছে। কর্ম দিবসে ঈদ হওয়ার পরও রাজধানীর প্রধান প্রধান জামাতগুলোতে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমানের সমাগম ঘটে।

আনন্দঘন এবং উৎসবমুখর পরিবেশে খোলা মাঠে ঈদের নামাজ আদায় করতে পেরে উল্লসিত প্রবাসী বাংলাদেশিরা। দুই বছর নানা বিধিনিষেধের মধ্যে উদযাপিত হয়েছে ঈদ। রাজধানীর রোমে জাতীয় ঈদগাহ খ্যাত পিয়াচ্ছা ভিক্টোরিওর খোলা মাঠে রোম দূতাবাসের দূতালয় প্রধান মোঃ জসিম উদ্দিনসহ দূতাবাসের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক সামাজিক এবং আঞ্চলিক সংগঠনের শীর্ষ নেতারা  ঈদের নামাজ আদায় করেন।

কর্ম দিবসে ঈদ হওয়াতে ঈদের নামাজ আদায় করেই প্রবাসীদের ছুটতে হয়েছে কর্মস্থলে। তবে দেশের আমেজেই ঈদের নামাজ আদায় করতে পেরে দারুণ খুশি তারা।

প্রতিটি খোলা মাঠেই নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা করা হয়। এবারও রাজধানীর রোমের কমপক্ষে ৫০টি স্থানে খোলা মাঠে ঈদের জামাত ছাড়াও বিভিন্ন মসজিদে নামাজ আদায় করে মুসল্লিরা।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর