১১ আগস্ট, ২০২৩ ০৮:১৭

প্যারিসে 'উন্নত বিশ্বে ভাষা-সংস্কৃতির আদান-প্রদানে আমাদের ভূমিকা' শীর্ষক আলোচনা

ফ্রান্স প্রতিনিধি

প্যারিসে 'উন্নত বিশ্বে ভাষা-সংস্কৃতির আদান-প্রদানে আমাদের ভূমিকা' শীর্ষক আলোচনা

শিল্প-সাহিত্য, সংস্কৃতির তীর্থভূমি ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়েছে ‘উন্নত বিশ্বে ভাষা-সংস্কৃতির আদান-প্রদানে আমাদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা।

ইউরো-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের উদ্যোগে প্যারিসের ক্যাথসীমা শাহজালাল হল রুমে সংগঠনের সভাপতি এটিএন বাংলা ইউকে ফ্রান্স প্রতিনিধি তাজ উদ্দিনের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হকের পরিচালনায় অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন আরটিভি ফ্রান্স প্রতিনিধি তাইজুল ফয়েজ।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটি প্রফেসর অ্যাডভোকেট রাশেদুল ইসলাম, প্রধান আলোচক বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি চৌধুরী সালেহ আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক সুব্রত ভট্টাচার্য শুভ, একুশে উদযাপন পরিষদ ফ্রান্সের সদস্য সচিব এমদাদুল হক স্বপন, এ্যাসাইলাম এন্ড ইমিগ্রান্ট সলিউশন সংস্থা'র পরিচালক ওবায়দ উল্লাহ কয়েস, লিগাল এইডের সভাপতি এ কে এম আজাদ, বাংলাদেশ মানবাধিকার কমিশন ফ্রান্সের সহ-সভাপতি মাহবুবুল হক কয়েস, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের ফ্রান্স প্রতিনিধি সাবুল আহমেদ, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আইটি এক্সপার্ট জাবের আহমদ, নির্বাহী সদস্য পরিবেশবাদী সাংবাদিক শেখ এমরান, মাইটিভি ফ্রান্স প্রতিনিধি বাদল পাল, গাজী টিভি ফ্রান্স প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক বাংলাদেশের আলো ফ্রান্স প্রতিনিধি কবি সুহেল আহমদ, সিলেট সদর উপজেলা অ্যাসোসিয়েশন ফ্রান্সের সিনিয়র সহ-সভাপতি বেলাল আহমদ, সাধারণ সম্পাদক ফয়সাল আহমদ, যুবনেতা শাহেদ বেলাল ও ময়নুল ইসলাম প্রমুখ।

আয়োজিত সভায় শোকাবহ ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের নিহত সদস্য ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং ৫২’র ভাষা আন্দোলনে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর