২৩ অক্টোবর, ২০২৩ ১৭:৫২

প্যারিসের প্রথম স্থায়ী শহীদ মিনারে জাতীয় প্রেসক্লাবের সভাপতির শ্রদ্ধা

ফ্রান্স প্রতিনিধি

প্যারিসের প্রথম স্থায়ী শহীদ মিনারে জাতীয় প্রেসক্লাবের সভাপতির শ্রদ্ধা

ফ্রান্সের রাজধানী প্যারিসে নবনির্মিত প্রথম স্থায়ী শহীদ মিনারে জাতীয় প্রেসক্লাব ও ফ্রান্সে  অবস্থানরত বাংলা মিডিয়ার সাংবাদিকদের নিয়ে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।

রবিবার (২১ অক্টোবর) বিকাল ৪টায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদনে অংশ নেন অ্যাসোসিয়েশন সিকানু বাঙালি'র প্রধান উপদেষ্টা ও আয়বার মহাসচিব, প্যারিসে স্থায়ী শহীদ মিনার নির্মাণের প্রধান সমন্বয়কারী কাজী এনায়েত উল্লাহ, ফ্রান্স আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক আবুল কাশেম, এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি শারফুল আলম, এনটিভির সিনিয়র রিপোর্টার হাসানুল শাওন, বাশসাসের সভাপতি চ্যানেল আইয়ের বিশেষ সংবাদদাতা রাজু আলীম।

ফ্রান্সে কর্মরত সাংবাদিক এটিএন বাংলার ফ্রান্স প্রতিনিধি দেবেশ বড়ুয়া, প্রবাসে বাংলার সম্পাদক সিনিয়র সাংবাদিক অধ্যাপক অপু আলম, সময় টিভি ফ্রান্স প্রতিনিধি লুৎফুর রহমান বাবু, এম আই বি টেলিভিশনের সিইও ফয়সাল আহমদ দ্বীপ, এস টিভি ফ্রান্স প্রতিনিধি আব্দুল মালেক হিমু, আর টিভি ফ্রান্স প্রতিনিধি তাইজুল ফয়েজ, বাংলা টিভি ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমদ ও ফটো সাংবাদিক ফরিদ আহমদ। 

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ধর্মবিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির কেন্দ্রীয় সদস্য আলী হোসেন, একুশে উদযাপন পরিষদের সদস্য সচিব এমদাদুল হক স্বপন, নরসিংদী জেলা কমিউনিটি ইন ফ্রান্সের সভাপতি আলী আজম খান, বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি ওবায়দুল্লাহ রিয়াদ, আওয়ামী লীগ নেতা মাসুদ হায়দার, নাসির আহমেদ, কামাল পাশা, আব্দুল ওয়াদুদ, এস এ ওয়ার্ল্ড এর চেয়ারম্যান চেয়ারম্যান সাব্বির আহমদসহ শতাধিক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন প্যারিসে শহীদ মিনার উদ্বোধনের পর বাংলাদেশ থেকে আগত প্রথম মিডিয়া ব্যক্তিত্ব যার নেতৃত্বে প্রথম শহীদ মিনারে ভাষা সৈনিকদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

গত ৮ অক্টোবর রবিবার সকাল ১১টায় দেশ-বিদেশের অতিথিদের উপস্থিতিতে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপির পাঠানো বাণী পাঠ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেইন্ট ডেনিস প্যারিসের মেয়র মাতিউ হানোতা।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর