১৯ ডিসেম্বর, ২০২৩ ০৯:২৩

বিজয় দিবস উদযাপন উদীচী শিল্পী গোষ্ঠী অব কানাডার

কানাডা প্রতিনিধি

বিজয় দিবস উদযাপন উদীচী শিল্পী গোষ্ঠী অব কানাডার

উদীচী শিল্পী গোষ্ঠী অব কানাডার উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সম্প্রতি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

কানাডা উদীচীর সভাপতি সুমন সাইয়েদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিঠুন রেজার সঞ্চালনায় বাংলাদেশ সেন্টারে অনুষ্ঠিত এই আয়োজনে বক্তব্য রাখেন সাপ্তাহিক দেশে বিদেশের সম্পাদক নজরুল ইসলাম মিন্টু, বাংলা কাগজের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম আর জাহাঙ্গীর, বিশিষ্ট নাট্যকর্মী মাহমুদুল ইসলাম সেলিম এবং উদীচীর অন্যতম প্রতিষ্ঠাতা তপন সাইয়েদ। উপস্থিত ছিলেন প্রবাসী টিভির কর্ণধার মাহবুব চৌধুরী রনি। 

অনুষ্ঠানে কেক কেটে সংগঠনের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। আগামী ১১ ও ১২ মে দুই দিনব্যাপি বড়ো পরিসরে সংগঠনের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রজতজয়ন্তী উদযাপনের ঘোষণা দেয়া হয়। সেই সাথে উদীচী শিল্পী গোষ্ঠী অব কানাডার সামাজিক সম্পৃক্ততা "ফুড ড্রাইভ" কর্মসূচি হাতে নেয়ার কথা জানানো হয়। প্যাকেট ও কৌটা জাতীয় অপচনশীল খাবার সংগ্রহ করে তা ফুড ব্যাংকে হস্তান্তর করা হবে বলে আয়োজকরা জানান।

১৯৯৮ সালের ৯ ই ডিসেম্বর কানাডা সরকারের নিবন্ধিকরণের মাধ্যমে কানাডা উদীচীর যাত্রা শুরু হয়। তাই উপস্থিত উদীচীর সকল সদস্য, শুভাকাঙ্খী এবং সুধীজনদের নিয়ে আনন্দঘন পরিবেশে একটি কেক কাটা হয়।  

সবশেষে অনুষ্ঠিত হয় উদীচীর শিল্পীদের পরিবেশনায় বিজয় দিবসের সাংষ্কৃতিক অনুষ্ঠান। সোহানা আমিনের পরিকল্পনা ও সঞ্চালনায় অনুষ্ঠানে নৃত্যে অংশ নিয়েছেন বিশিষ্ট নৃত্য গুরু চিত্রা দাশের স্কুল "নৃত্য ঝংকার" এর শিক্ষার্থীবৃন্দ। 

উদীচীর একক সংগীতে অংশ গ্রহণ করেন সুমন সাইয়েদ তপন সাইয়েদ, সোফিয়া হাবিব বিদিতা, পিওনা বিশ্বাস, মনীষা দাশ ও দ্বৈপায়ন। দলীয় সংগীতে ছিলেন মিঠুন রেজা, ইভা নাগ, গৌরী দাস, স্বপ্না দাশ, তাজীন ফাতেমা, শামসুল আলম, শাহ আরিফুজ্জামান, সোফিয়া হাবিব বিদিতা, পিওনা বিশ্বাস, মনীষা দাশ, সুমন সাইয়েদ। তবলা, ঢোল এবং মন্দিরাতে ছিলেন অমিত সাহা, হারুনুর রশিদ শ্যামল ও ঝুম্পা চক্রবর্তী।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর