শিরোনাম
২২ ডিসেম্বর, ২০২৩ ১৪:৫৯

বিনম্র শ্রদ্ধায় বিজয় দিবস উদযাপন করলো একুশে একাডেমি অস্ট্রেলিয়া

নাইম আবদুল্লাহ:

বিনম্র শ্রদ্ধায় বিজয় দিবস উদযাপন করলো একুশে একাডেমি অস্ট্রেলিয়া

সিডনির এ্যাশফিল্ড সিভিক সেন্টারের হল রুমে স্থানীয় সময় গত রবিবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টায়  একুশে একাডেমি অস্ট্রেলিয়া বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন করে। উক্ত সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার আবদুল মতিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রওনক হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা এনায়েতুর রহিম বেলাল এবং বীর মুক্তিযোদ্ধা কায়সার আহমেদ মুক্তিযুদ্ধ এবং গৌরবময় বিজয়ের স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন। ডা. লাভলী রহমান, ড. কাইয়ুম পারভেজ, ড. আব্দুল জলিল এবং শফিকুল আলম বাঙালির অহংকার মুক্তিযুদ্ধ, মহান বিজয় দিবস এবং আমাদের করণীয় সম্পর্কে আলোচনা করেন। আলোচনা পর্বে শহিদ জননী জাহানারা ইমাম রচিত ‘একাত্তরের দিনগুলি’ গ্রন্থ থেকে পাঠ করেন কথা সাহিত্যিক শাখাওয়াৎ নয়ন। হেলাল হাফিজের কবিতা ‘একটি পতাকা পেলে’ আবৃত্তি করেন শিশুসাহিত্যিক অনীলা পারভীন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিশু কিশোরদের সাংস্কৃতিক সংগঠন ‘কিশলয়’ এর সদস্যরা দেশের গান এবং নৃত্য পরিবেশন করে। অমিয়া মতিনের পরিচালনায় একুশে একাডেমীর নিজস্ব সাংস্কৃতিক দল ‘অভিযাত্রী’র পরিবেশনায় দেশাত্মবোধক গান পরিবেশন করেন অমিয়া মতিন, লিলি গোমেজ, অভিজিৎ বড়ুয়া, পিয়াসা বড়ুয়া, সুজন, বেঞ্জামিন গোমেজ, সুলতানা নূর, শহিদুল আলম এবং ছায়া বিশ্বাস প্রমুখ। তবলায় সঙ্গত করেন মিঠু বর্মন। 

উক্ত অনুষ্ঠানে কবি, লেখক, সাংবাদিক এবং  সিডনির সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সুধীজনরা অংশগ্রহণ করেন। অন্যান্যের মধ্যে ড. সুলতান আহমেদ, নেহাল নেয়ামুল বারী, ড. নূরুর খোকন, রূমানা ফেরদৌসি, ড. আব্দুল ওহাব, আল নোমান শামীম, কাজী সুলতানা সিমি, ড. মাহবুব আলম প্রদীপ, ইসহাক হাফিজ এবং ন্যান্সী লীনা ব্যারেল প্রমুখ উপস্থিত ছিলেন। একুশে একাডেমির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মতিন সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানেন।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর