৩১ ডিসেম্বর, ২০২৩ ০৮:৪৯

স্মার্ট বাংলাদেশ গঠনের অগ্রযাত্রায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান

রনি মোহাম্মদ (লিসবন, পর্তুগাল থেকে)

স্মার্ট বাংলাদেশ গঠনের অগ্রযাত্রায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান

বাংলাদেশ দূতাবাস, লিসবন শনিবার দূতাবাস প্রাঙ্গণে জাতীয় প্রবাসী দিবস-২০২৩ উদযাপন করেছে। দিবসটি উপলক্ষ্যে দূতাবাস প্রাঙ্গণ ও দূতাবাসে বিভিন্ন ব্যানার, পোস্টার, বেলুন, ফেস্টুন এবং রঙিনসাজে সজ্জিত করা হয়।

লিসবন দূতাবাসে আয়োজিত প্রথম জাতীয় প্রবাসী দিবস উদযাপন অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারবর্গ, পর্তুগাল প্রবাসী বাংলাদেশিগণ, শিক্ষার্থী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে দূতাবাসে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রদূত রেজিনা আহমেদ। এরপর প্রবাসী বাংলাদেশি বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে জাতীয় প্রবাসী দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও প্রতিমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী পাঠ করা হয়। পরবর্তীতে, জাতীয় প্রবাসী দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রদূত রেজিনা আহমেদ তার সমাপনী বক্তব্যে পর্তুগালে বসবাসকারী এবং কর্মরত সকল প্রবাসী বাংলাদেশি এবং তাদের পরিবারের সদস্যবৃন্দকে শুভেচ্ছা ও অভিবাদন জ্ঞাপন করেন। তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃতে মহান মুক্তিযুদ্ধে প্রবাসী বাংলাদেশিরা অনন্য সাধারণ ভূমিকা রেখেছেন। মুক্তিযুদ্ধ পরবর্তীকালে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন, যুদ্ধ-বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠন, বৈদেশিক সহায়তা এবং কূটনৈতিক কার্যক্রম জোরদার করতে প্রবাসীদের সক্রিয় সহযোগিতা ও অবদান অনস্বীকার্য। তিনি বাংলাদেশে চলমান উন্নয়ন কর্মকেণ্ডে প্রবাসীদের বিনিয়োগ এবং অবদান রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন যে, বাংলাদেশ থেকে অধিকতর পণ্য আমদানির মাধ্যমে বাংলাদেশ-পর্তুগালের বাণিজ্যিক সম্পর্ককে আরও গতিশীল করতে পারেন প্রবাসী ব্যবসায়ীরা। তিনি সকলকে, স্মার্ট বাংলাদেশ গঠনের অগ্রযাত্রায় সামিল হওয়ার অনুরোধ জানান।

আলোচনা পর্বের শেষে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গ, জাতীয় চার নেতা এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশের সার্বিক উন্নয়নের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠান শেষে জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষে দূতাবাসে প্রবাসী শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও, জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে প্রবাসীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। সংস্কৃতি অনুষ্ঠান শেষে রাষ্ট্রদূত রেজিনা আহমেদ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলের হাতে বিশেষ পুরস্কার তুলে দেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর