১৩ ফেব্রুয়ারি, ২০২৪ ০৫:৪৪

ব্রিসবেনে অসি বাংলা সিস্টারহুড আয়োজিত মিলনমেলা

অস্ট্রেলিয়া প্রতিনিধি :

ব্রিসবেনে অসি বাংলা সিস্টারহুড আয়োজিত মিলনমেলা

গত ১১ ফেব্রুয়ারি অসি বাংলা সিস্টারহুড আয়োজিত মিলনমেলা প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার ব্রিসবেনের লোগান ওয়েস্ট সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। কুইন্সল্যান্ডের বিভিন্ন শহর থেকে আগত শত অতিথির উপস্থিতিতে মুখরিত ছিল এই প্রাণের মেলা। 

প্রিয়াংকা, মিথিলা ও ডা. জান্নাতের সঞ্চালনায় অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীতের পর স্বাগত বক্তব্য দেন অসি বাংলা সিস্টারহুডের প্রতিষ্ঠাতা জান্নাত ফেরদৌস, মডারেটর তাবাসসুম এবং ডা. জান্নাত। অনুষ্ঠানে গান করেন ডা. রাপ্তি সারোয়াত এবং ফারিয়া বাশির। নৃত্য পরিবেশনায় ছিল তরী, মুমু, তুশা, লায, সোমা এবং রাদিয়া। সাথে ছিলো চেম্বার অব ফ্যাসানিসতা আয়োজিত ফ্যাশন শো, মজার খেলা, আর স্পন্সরদের ধন্যবাদ জ্ঞাপন। একটি মজার নাটিকা পরিবেশন করেন ইকো, বেহনায, সাবরিনা, সালিনা, নওরীন, তানিয়া ও শামীমা।

সংগঠনটি এর আগে সিডনি ও মেলবোর্নে উৎসব মুখর পরিবেশে বিপুল সংখ্যক অতিথির উপস্থিতিতে বর্ণাঢ্য মিলন মেলার আয়োজন করে। অসি বাংলা সিস্টারহুড অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় বাংলাদেশি নারী সংগঠন, যার অনলাইন গ্রুপের সদস্য সংখ্যা ১৩ হাজারের চেয়েও বেশি। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর