২১ ফেব্রুয়ারি, ২০২৪ ১৯:৩৭

কলম্বোতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

অনলাইন ডেস্ক

কলম্বোতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

শ্রীলঙ্কার কলম্বোর বাংলাদেশ হাইকমিশন আজ সকালে ঐতিহাসিক স্বাধীনতা চত্বরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ পালন করেছে। 

শ্রীলঙ্কার শিক্ষামন্ত্রী ড. সুশীল প্রেমজয়ন্ত এবং পররাষ্ট্রমন্ত্রী এম.ইউ.এম. আলী সাবরি বিশেষ অতিথি হিসাবে ঊপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীলঙ্কা সফররত বাংলাদেশের কৃষিমন্ত্রী ড. মোঃ আবদুস শহীদ, কূটনৈতিক মিশন ও জাতিসংঘ সংস্থার প্রধান, শ্রীলঙ্কার সরকারি ভাষা কমিশনের চেয়ারম্যান, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং অন্যান্য উচ্চপদস্থ ব্যক্তিবর্গ। 

সকালে দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়, এরপর এক মিনিট নীরবতা পালন ও ভাষা শহীদদের জন্য বিশেষ প্রার্থনা এবং বাংলাদেশের রাষ্ট্র প্রধান, সরকার প্রধানের বাণী পাঠ করা হয়।  

স্থানীয় গণমাধ্যমে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের বিষয়টি ব্যাপকভাবে প্রচার প্রচারণা পায়।


 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর